সংবাদ শিরোনাম :
রংপুরে অটো চালক মানিক হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা মিঠুন চৌধুরী গ্রেফতার গণ পরিষদ নির্বাচনের ব্যাপারে সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হবে: আখতার হোসেন রংপুরে দৈনিক করতোয়া’র ৫০ বছরে পদার্পণ উদযাপন রংপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত রংপুর সিটি কর্পোরেশনে নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা কমিটির কর্মপরিধি প্রস্তুতি সভা বিচারহীনতার সংস্কৃতি কারনে এ দেশে কেউই নিরাপদ নয় ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সিইসি এ এম এম নাসির উদ্দীন রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার প্রভাব খাটিয়ে ভাগনি জামাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ   রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক এইচডিইউ ইউনিটের উদ্বোধন পয়সা ওয়ালা হলেও পয়সা নিয়ে সীমান্ত পার করে দিবেন না: গয়েশ্বর চন্দ্র রায়
আদালতে বিতর্কিত নাটক ‘রূপান্তর’ -এর নির্মাতা রাফাত মজুমদার রিংকু

আদালতে বিতর্কিত নাটক ‘রূপান্তর’ -এর নির্মাতা রাফাত মজুমদার রিংকু

ফাইল ছবি

হাতিরঝিলে শিশু হত্যা মামলায় গ্রেফতার নাট্য নির্মাতা রাফাত মজুমদার রিংকুকে আদালতে ওঠানো হয়েছে। গুলশান থানায় হওয়া একটি হত্যা মামলায় সোমবার (২৩ সেপ্টেম্বর) রাতে তাকে গ্রেফতার করে গুলশান থানা পুলিশ।

জানা গেছে, গত ৫ আগস্ট একটি হত্যা মামলায় রিংকুকে গ্রেফতার করা হয়েছে। বেলাল নামের একজন বাদী হয়ে তার নামে হত্যা মামলাটি দায়ের করেন।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর গুলশান থেকে নিয়ে যাওয়া হয় তাকে। সন্দেহভাজন হিসেবে রাফাত মজুমদার রিংকুকে ঢাকার সিএমএম আদালতে নিয়ে যাওয়া হয়েছে।

ভোর থেকেই নির্মাতার আটকের খবরে থানা প্রাঙ্গনে জড়ো হন নাটক সংশ্লিষ্টরা। ঠিক কী কারণে তাকে আটক করা হয়েছে, জানার চেষ্টা করেন তারা। তবে থানা থেকে জানানো হয়নি সুনির্দিষ্ট কারণ।

যদিও নির্মাতাদের কেউ কেউ জানান, বেশ আগেই আওয়ামী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন রিংকু। তিনি ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সহসভাপতি ছিলেন বলে জানা যায়। তবে কারও জন্য ক্ষতিকারক ছিলেন না তিনি।

‘ট্রান্সজেন্ডার’ ইস্যু নিয়ে সম্প্রতি নাটক ‘রূপান্তর’ নির্মাণ করে বিতর্কিত হলেও পরে ক্ষমা চেয়েছিলেন এই নির্মাতা।

/হাআমি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com