সংবাদ শিরোনাম :
নির্বাচনের নামে আমাদের সামনে মূলা ঝোলানো হচ্ছে: নীলফামারী পথসভায় নাহিদ ইসলাম সৈয়দপুরে জাতীয় নাগরিক পার্টির শহীদ সাজ্জাদ হোসেনের কবর জিয়ারত বিহারী ক্যাম্পে মতবিনিময় জাতীয় নাগরিক পার্টি ৩রা জুলাই দিনের কার্যক্রম বাংলাদেশ জামায়াতে ইসলামী ৪ জুলাই রংপুর জেলা স্কুল মাঠে বিশাল জনসভা জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা সাদুল্যাপুর অতিক্রম করে গাইবান্ধায় প্রবেশ করছে। জাতীয় নাগরিক পার্টি এখন পদযাত্রা মাদারগঞ্জে  জুলাই বিপ্লব একটি দলের পরিবর্তনের জন্য ছিল না,  ছিল নয়া রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য : নাহিদ ইসলাম শহীদ আবু সাঈদের বাবা মায়ের পাশে এনসিপি নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন এসিপি পার্টির নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের পিতা সরকারের কাছে দ্রুত বিচার দাবি করেন
১ মাসের মধ্যে বিমানবন্দরে প্রবাসীদের জন্য ভিআইপি সার্ভিস: আসিফ নজরুল

১ মাসের মধ্যে বিমানবন্দরে প্রবাসীদের জন্য ভিআইপি সার্ভিস: আসিফ নজরুল

২ সপ্তাহ থেকে ১ মাসের মধ্যে প্রবাসীদের বিমানবন্দরে ভিআইপি সার্ভিস দেয়া হবে।

২ সপ্তাহ থেকে ১ মাসের মধ্যে প্রবাসীদের বিমানবন্দরে ভিআইপি সার্ভিস দেয়া হবে। কোনো অবস্থায় হয়রানি বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা আসিফ নজরুল।

আজ মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে রাজধানীর প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ে এক প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

আসিফ নজরুল বলেন, ১৭ হাজার শ্রমিক মালয়েশিয়া যেতে পারেনি। তাদের টাকা এজেন্সিগুলো ফেরত দেয়ার বিষয়ে অগ্রগতি আছে। মধ্যপ্রাচ্য থেকে যেসব প্রবাসী দেশে আসবে, বিমানবন্দরে তাদের ভিআইপি মর্যাদা দেয়া হবে। তাদের কোনো রকম ভোগান্তি বা হয়রানি করা হলে জিরো টলারেন্স নীতি অবলম্বন করা হবে।

প্রবাসীকল্যাণ উপদেষ্টা আরও বলেন, মালয়েশিয়া শ্রমবাজারে জট নিরসনে অন্তর্বর্তী সরকারের সহযোগিতা করবে। আগামি দুই-তিন মাসের মধ্যে শ্রমবাজার নিয়ে সুখবর দেয়া যাবে বলে জানান তিনি।

আসিফ নজরুল আরও বলেন, নতুন নতুন শ্রমবাজার সম্প্রসারণের জন্য কাজ চলমান রয়েছে। তিনি যোগ করেন, দেশে ছাত্র-জনতার আন্দোলনের সমর্থনে বিদেশে মিছিল করতে গিয়ে যে ৮৭ প্রবাসী কারাভোগ করে দেশে ফিরেছেন, তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে।

উপদেষ্টা আরও জানান, প্রবাসীদের ১২টি বাণিজ্যিক ব্যাংক ঋণ দেবে। সোনালী-অগ্রণী ব্যাংকের শাখায় প্রবাসী ব্যাংকের বুথ খোলার প্রস্তাব দেয়া হয়েছে। এতে রেমিট্যান্স প্রবাহ আরও বাড়বে বলে জানান তিনি।

/হাআমি

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com