রোববার (৯ নভেম্বর)দুপুরে প্রেসক্লাবের সামনে মানববন্ধনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নেন। এসময় তাদের সাথে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর মুখপাত্র নাহিদ হাসান খন্দকার, মাহমুব হাসান তন্ময়, আসিফ মাহমুদ ও রাইয়ান প্রমুখ।
মানববন্ধনকারীরা বলেন, ডাক্তার তোফায়েল হোসেন ভূইয়ার বিরুদ্ধে ব্রেইন টিউমারের পরিবর্তে স্ট্রোকের ভুল চিকিৎসার অভিযোগের তদন্ত করতে হবে।

অংশগ্রহনাকারীদের অভিযোগ, রংপুর মেডিকেলসহ বেসরকারি হাসাপাতাল ক্লিনিকগুলোতে চিকিৎসার অব্যস্থাপনা সীমা ছাড়িয়ে গেলে কর্তৃপক্ষ গা করছে না। এতে স্বাস্থ্য সেবা বিঘ্নিত হচ্ছে। ভুল চিকিৎসায় রোগির মৃত্যুর হার বেড়েছে। এসবের বিষয়ে উদ্যোগ নেয়া না হলে আন্দোলনে নামবে ছাত্রজনতা।