ছবিগুলোতে দেখা গেছে, কখনও দুয়া হাসছে, কখনও আকাশের দিকে তাকিয়ে কিছু দেখাচ্ছে বাবা-মাকে। রণবীর ও দীপিকা দু’জনেই কন্যাকে আদরে ভরিয়ে রেখেছেন। ছবিগুলো সামাজিকমাধ্যমে শেয়ার করে তারা লেখেন, দীপাবলির শুভেচ্ছা।
পাঁচটি ছবির শেষটিতে দেখা গেছে, দীপিকার কোলে বসে জোড়হাতে প্রার্থনা করছে ছোট্ট দুয়া।
ছবিগুলো প্রকাশের পর অনুরাগীদের উচ্ছ্বাস চোখে পড়ার মতো। কেউ বলছেন, দুয়া হুবহু দীপিকার মতো দেখতে; আবার কেউ বলছেন, মেয়ের মুখে রণবীরের ছাপ স্পষ্ট।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৪ নভেম্বর ইতালির লেক কোমোতে জমকালো আয়োজনে বিয়ে করেন দীপিকা পাডুকোন ও রণবীর সিং। সম্প্রতি তারা তাদের কন্যা দুআর প্রথম জন্মদিন উদযাপন করেছেন।
বাতায়ন২৪ডটকম।।মেমোহি।।