শুরুতে নরম মনের অধিকারী হলেও পরবর্তীতে রগচটা স্বভাবের হয়ে গেছেন বলিউড অভিনেত্রী কাজল। নব্বই দশকে ‘বেখুদি’ সিনেমার শুটিংয়ের সময় ওই সিনেমার নায়ক কামাল সাদানাহকে চড় দিয়ে নিজেই কেঁদেছিলেন। সম্প্রতি এক সাক্ষাৎকারে তিনি বলেন, ওইদিন এতটাই খারাপ লেগেছিল যে, আমি হোটেল রুমে ফিরে হাউমাউ করে কেঁদে ফেলেছিলাম। আমি এমনটা করতে চাইনি।