স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।।বাতায়ন২৪ডটকম।।
“এসো, দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগান কে সামনে রেখে রংপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত।
আজ ১২ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা সনদ ও চেক বিতরন করা হয়। এতে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ফারুক। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ রবিউল ফয়সাল জেলা প্রশাসক, রংপুর। বিশেষ অতিথি আবু সাইম পুলিশ সুপার, রংপুর।
এসময় প্রধান অতিথি বলেন, যুবকরাই দেশের শক্তি। এই শক্তিকে আমাদের কাজে লাগাতে হবে। শুধু চাকরির পিছনে না ছুটে নিজেরা উদ্যোক্তা হওয়ার হওয়ার স্বপ্ন দেখতে হবে। তার জন্য কঠোর পরিশ্রমী হতে হবে। তখনিই মানুষ নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে।
আমি দেখিছি পীরগাছায় একজন নারী মিনি গার্মেন্ট গড়ে তুলেছে। সেখানে ১৫/২০ জন নিয়মিত কাজ করছে। তার ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করে মায়ের প্রতিষ্ঠানে কাজ করছে। এর পরে ১১জনের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ৭ লক্ষ ৭৬ হাজার টাকা ঋণ ও সার্টিফিকেট প্রদান করা হয়। শুরুতেই জেলা প্রশাসক চত্বরে একটি রেলী বের করে।
বাতায়ন ২৪ডটকম/শরিফুল ইসলাম।