সংবাদ শিরোনাম :
রংপুরে দৈনিক করতোয়া’র ৫০ বছরে পদার্পণ উদযাপন রংপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত রংপুর সিটি কর্পোরেশনে নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা কমিটির কর্মপরিধি প্রস্তুতি সভা বিচারহীনতার সংস্কৃতি কারনে এ দেশে কেউই নিরাপদ নয় ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সিইসি এ এম এম নাসির উদ্দীন রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার প্রভাব খাটিয়ে ভাগনি জামাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ   রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক এইচডিইউ ইউনিটের উদ্বোধন পয়সা ওয়ালা হলেও পয়সা নিয়ে সীমান্ত পার করে দিবেন না: গয়েশ্বর চন্দ্র রায় রংপুরে নেসকোর প্রি-পেমেন্ট মিটার স্থাপন বিষয়ে অবহিতকরণ সভা মাইক্রোবাস খালে পড়ে একই পরিবারের নিহত-৭
রংপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত

রংপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত

filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: null; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: portrait;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;HdrStatus: off;albedo: ;confidence: ;motionLevel: 0;weatherinfo: null;temperature: 32;

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।।বাতায়ন২৪ডটকম।।

“এসো, দেশ বদলাই, পৃথিবী বদলাই” এই শ্লোগান কে সামনে রেখে রংপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত।

আজ ১২ আগস্ট (মঙ্গলবার) বিকেল ৩ টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা সনদ ও চেক বিতরন করা হয়। এতে সভাপতিত্ব করেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপ-পরিচালক আব্দুল ফারুক।  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মোহাম্মদ রবিউল ফয়সাল জেলা প্রশাসক, রংপুর। বিশেষ অতিথি আবু সাইম পুলিশ সুপার, রংপুর।
এসময় প্রধান অতিথি বলেন, যুবকরাই দেশের শক্তি। এই শক্তিকে আমাদের কাজে লাগাতে হবে। শুধু চাকরির পিছনে না ছুটে নিজেরা উদ্যোক্তা হওয়ার হওয়ার স্বপ্ন দেখতে হবে। তার জন্য কঠোর পরিশ্রমী হতে হবে। তখনিই মানুষ নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছাতে পারবে।
আমি দেখিছি পীরগাছায় একজন নারী মিনি গার্মেন্ট গড়ে তুলেছে। সেখানে ১৫/২০ জন নিয়মিত কাজ করছে। তার ছেলে ইঞ্জিনিয়ারিং পাশ করে মায়ের প্রতিষ্ঠানে কাজ করছে। এর পরে ১১জনের মধ্যে বিভিন্ন ক্যাটাগরিতে ৭ লক্ষ ৭৬ হাজার টাকা ঋণ ও সার্টিফিকেট প্রদান করা হয়। শুরুতেই জেলা প্রশাসক চত্বরে একটি রেলী বের করে।

বাতায়ন ২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com