স্টাফ করেসপন্ডেন্ট।। বাতায়ন ২৪ডটকম।।
অভিনেত্রী অভিযোগ করেছিলেন, সহ-অভিনেতা জীতু কমল নাকি তাঁর সঙ্গে আপত্তিকর কথা বলেছেন। এ বার দিতিপ্রিয়ার সঙ্গে ব্যক্তিগত কথোপকথন প্রকাশ্যে আনলেন জীতু। পাশপাশি দিতিপ্রিয়াকে মার্জনা করার আবেদনও করেন।
সম্প্রতি সহ-অভিনেতা জীতু কমলের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ আনেন দিতিপ্রিয়া রায়। ‘চিরদিনই তুমি যে আমার’ ধারাবাহিকের সেটে তাঁদের সমীকরণ নিয়ে ফিসফাস ছিলই। সোমবার রাতেই সমাজমাধ্যমের পাতায় বিস্ফোরণ ঘটান দিতিপ্রিয়া। অভিনেত্রী জানান, রাত-বিরেতে সহ-অভিনেতা নানা ধরনের মেসেজে বিব্রত করেন তাঁকে। প্রথমে সবই নিছক মজা মনে হয়েছিল। কিন্তু পরে তা অস্বস্তিতে ফেলে। অভিনেত্রী লেখেন, “আমি এত দিন চুপ ছিলাম। কারণ এ সব নিয়ে গন্ডগোল করে কাজ নষ্ট করতে আমার পরিবার আমাকে শেখায়নি। আর চুপ থাকতে পারলাম না। কিছু মানুষ মুখ বুজে সহ্য করে গেলে, কিছু মানুষ সীমা ছাড়িয়ে যায়। আমি কখনও অন্যায়ের সঙ্গে আপস করিনি, আর করবও না। প্রতিদিনের এই কাটাছেঁড়া এখন খুব একতরফা হয়ে যাচ্ছে।”
বাতায়ন ২৪ডটকম/শরিফুল ইসলাম।