সংবাদ শিরোনাম :
মেয়র ও কাউন্সিলরদের ৭ দিনের মধ্যে পুনর্বহালের আল্টিমেটামের প্রতিবাদে রংপুরে এনসিপির বিক্ষোভ

মেয়র ও কাউন্সিলরদের ৭ দিনের মধ্যে পুনর্বহালের আল্টিমেটামের প্রতিবাদে রংপুরে এনসিপির বিক্ষোভ

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।।বাতায়ন২৪ডটকম 

৭ দিনের মধ্যে রংপুর সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলরদের পুনর্বহালের দাবি জানিয়ে সাবেক মেয়র মোস্তফার দেয়া আল্টিমেটামের প্রতিবাদ জানিয়ে রংপুরে বিক্ষোভ করেছে এনসিপি।

বুধবার ( ২৮ মে) রাত সাড়ে আট টায় প্রেসক্লাবের সামন থেকে মিছিলটি শুরু হয়ে নগরীর প্রথান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে প্রেসক্লাবে এসে শেষ হয়। এসময় তারা বিভিন্ন স্লোগান দেন। পরে জাহাজ কোম্পানী মোড়ে সামনে সমাবেশ বক্তব্য রাখেন এনসিপি সংগঠক আলমগীর নয়ন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মহানগর আহবায়ক ইমতিয়াজ আহমেদ ইমতি, সাবেক মুখপাত্র নাহিদ হাসান খন্দকার প্রমুখ।

এসময় তারা বলেন, পরিকল্পিতভাবে রংপুরে অস্থিতিশীল করতে মহানগরবাসির ব্যানারে জাতীয় পার্টির নেতাকর্মীরা বিক্ষোভ করেছে। সাথে ছিল আওয়ামীলীগের সাবেক কাউন্সিলরসহ তাদের নেতাকর্মীরা। তাদের দ্রুতসময়ের মধ্যে আইনের আওতায় আনা হবে। এনসিপি ও বৈষম্য বিরোধী নেতারা বলেন, রংপুরে কাউকেই অস্থিতিশীল পরিস্থিতি তৈরি করতে দেয়া হবে না। প্রয়োজনে আবারও বিপ্লবীরা মাঠে নামবে।

বাতায়ন২৪ডটকম/রিয়াদ ইসলাম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com