সংবাদ শিরোনাম :
জাতীয় নাগরিক পার্টির পদযাত্রা সাদুল্যাপুর অতিক্রম করে গাইবান্ধায় প্রবেশ করছে। জাতীয় নাগরিক পার্টি এখন পদযাত্রা মাদারগঞ্জে  জুলাই বিপ্লব একটি দলের পরিবর্তনের জন্য ছিল না,  ছিল নয়া রাজনৈতিক বন্দোবস্তের মাধ্যমে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য : নাহিদ ইসলাম শহীদ আবু সাঈদের বাবা মায়ের পাশে এনসিপি নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন এসিপি পার্টির নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের পিতা সরকারের কাছে দ্রুত বিচার দাবি করেন শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন রংপুর জেল ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের পিতার সাথে রংপুর জেলা জামায়ত নেতৃবৃন্দ মতবিনিময় রৌমারীতে ২২ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জাপায় নতুন করে ভাঙ্গন : চুন্নুসহ বহিষ্কার হচ্ছেন জাপা’র ৭ নেতা
রংপুর দিন দুপুরে স্বর্ণের দোকান চুরি

রংপুর দিন দুপুরে স্বর্ণের দোকান চুরি

মমিনুল ইসলাম রিপন (রংপুর) স্টাফ করেসন্ডেন্ট।। বাতায়ন২৪ডটকম।।

রংপুর নগরীর বেতপট্টি এলাকা থেকে দিন-দুপুরে লক্ষ্মী জুয়েলার্স নামের স্বর্ণের দোকান থেকে স্বর্ণের বক্স চুরির ঘটনা ঘটেছে। দোকানের কর্মচারীদের ব্যস্ত রেখে কৌশলে প্রায় একশ’র অধিক ভরি স্বর্ণ নিয়ে যায় তারা। যার বাজার মুল্যে দেড় কোটি টাকা বলে জানিয়েছেন ভুক্তভোগি ব্যবসায়ী।
বুধবার (১৪ মে) দুপুরের দিকে এই স্বর্ণ চুরির ঘটনাটি ঘটে।
বিষয়টি নিশ্চিত করেছেন রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান।দোকানের কর্মচারী সুত্রে জানা যায়, দুপুর সাড়ে ১২ টার দিকে ২ জন এবং ৩ জন করে দুটি গ্রুপে ৫ জন নারী ওই দোকানে প্রবেশ করে। প্রবেশ করার পর গহনা দেখার নামে তারা সময়ক্ষেপন করতে থাকে এবং কর্মচারীদের নানা রকমভাবে ব্যস্ত রাখার চেষ্টা করে। কয়েকবার তারা গহনা ওয়াসের জন্য বাইরে পাঠায়। এক পর্যায়ে দুপুর দেড়টার দিকে এক কর্মচারীকে গহনা ওয়াসের নামে বাইরে পাঠিয়ে দোকানে থাকাজনকে ব্যস্ত রেখে ক্যাশের পাশে থেকে কৌশলে স্বর্ণের স্টক বক্সটি নিয়ে যায়। বিষয়টি বিকেল ৩ টার দিকে টের পান দোকানের মালিক। পরে সিসি ক্যামেরার ফুটেজ চেক করে ঘটনার সত্যতা পান তিনি।
লক্ষ্মী জুয়েলার্সের স্বত্বাধিকারী অনিন্দ বসাক জানান, একদল প্রতারক নারী দোকানের কর্মচারীদের ব্যস্ত রেখে স্বর্ণের স্টক বক্সটি নিয়ে যায়। যেখানে একশ’র বেশি ভরি স্বর্ণ ছিলো। যার বাজার মুল্য প্রায় দেড় কোটি টাকা। সেগুলো উদ্ধারে প্রশাসনের সহযোগিতা দরকার। এসময় তিনি সাংবাদিকদের মাধ্যমে প্রশাসনের সহযোগিতা কামনা করেন।

জুয়েলার্স ব্যবসায়ী সমিতি রংপুরের সভাপতি এনামুল হক সোহেল বলেন, স্বর্ণের দাম বাড়ার কারনে আমরা অনিরাপদ হয়ে উঠছি স্বর্ণ ব্যবসায়ীরা। আমাদের এই ব্যবসায় নিরাপত্তা দরকার। নিরাপত্তা ধাকলে খুব সহজে এরকম ঘটনা ঘটবে না। নগরীতে পর্যাপ্ত সিসি ক্যামেরা দরকার।

রংপুর মেট্রোপলিটন কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতাউর রহমান বলেন, বিষয়টি জানার পর পুলিশ পাঠানো হয় সেখানে। একজন অফিসার বিষয়টি দেখছেন। নগরীর অন্যান্য সিসি ক্যামেরা চেক করে চোরকে সনাক্তের চেষ্টা করা হচ্ছে।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com