ষ্টাফ করেসপনডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠন অ্যাসোসিয়েশনের এডহক কমিটি গঠন করা হয়েছে। গতকাল শনিবার শরিফুল ইসলামকে আহবায়ক ও সৈয়দ আমিনুল হক দেওয়ান সজলকে সদস্য সচিব করে ৪৪ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটির অনুমোদন হয়। এতে রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুকে কেন্দ্রীয় সদস্য হিসাবে মনোনীত করা হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানান বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও জাতীয় ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক।
এদিকে বাংলাদেশ জেলা ও বিভাগীয় ক্রীড়া সংগঠন অ্যাসোসিয়েশনের কেন্দ্রীয় সদস্য মনোনীত হওয়ায় রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামুকে মহানগর এবং জেলা বিএনপিসহ বিভিন্ন সংগঠন,বৈষম্য বিরোধী নাগরিক ঐক্যসহ বিভিন্ন সামাজিক, ক্রীড়া-সাংস্কৃতিক সংগঠন শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন। সেই সাথে রংপুর জেলা তথা বিভাগকে ক্রিড়ার মান উন্নয়নে কাজ করার জন্য উদার্ত আহবান জানানো হয়।