সংবাদ শিরোনাম :
গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বদরগঞ্জে হাজার হাজার মানুষের বিক্ষোভ  লালমিনরহাট তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজায় হামলা ও লুটপাটের ঘটনায় মামলা  কালীগঞ্জের  ভূমি অফিসে এসি ল্যান্ড পদ শূন্য দুর্ভোগের শিকার সেবাপ্রত্যাশীরা লালমিনরহাট তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজায় পুলিশের টহল দলের সামনে হাৃমলা, ১৪ লাখ টাকা লুট, আহত ৩ রংপুরে বিএনপি নেতা লাবলু হত্যায় অভিযুক্তদের গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন কর্মসূচি  জিয়া পরিবার যখন ভালো থাকে, তখন বাংলাদেশে মানুষও ভালো থাকে:রুমিন ফারহানা   জুলুম করে প্রতিশোধ নিতে চাই না: তারেক রহমান  রংপুরে  ইয়ং টাইগার্স অনুর্ধ্ব ১৬ ক্রিকেট প্রতিযোগিতার উদ্বোধন পীরগঞ্জের কলেজ ছাত্র তন্ময়ের গলায় ফাঁস দিয়ে আত্ন হত্যা রংপুরে র‍্যাবের ইয়াবার নাটক সাজিয়ে মামলার প্রতিবাদে সংবাদ সম্মেলন

গাজায় গণহত্যা বন্ধের দাবিতে বদরগঞ্জে হাজার হাজার মানুষের বিক্ষোভ 

স্পেশাল করেসপনডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ ডটকম।।

গাজায় ইসরাইলের গণহত্যা ও ভারতে মুসলমান হত্যা বন্ধ এবং ওয়াকফ আইন বাতিলের দাবিতে বিক্ষোভ ছড়িয়ে পড়েছে রংপুরের গ্রামেগঞ্জে।

শুক্রবার বেলা তিনটায় রংপুরের বদরগঞ্জের শেখেরহাট উচ্চ বিদ্যালয় মাঠে সমবেত হতে থাকেন আশেপাশের গ্রাম গুলোর হাজার হাজার মানুষ। সেখান থেকে একটি বিক্ষোভ নিয়ে মুক্তার পাড়া সন্তোষপুর, চেংমারী, পুলিশ বক্স, গোবরগাড়ি হয়ে আবারো শেখেরহাট উচ্চ বিদ্যালয় মাঠে মিলিত হয়। এময় প্রায় ৮ কিলোমিটার ব্যাপি গ্রামীণ মেঠো পথে বিভিন্ন শ্রেণী ও পেশার দশ হাজারেরও বেশি নানা বয়সী মানুষ অংশ নেন। সবুজ ধান গাছের মাঝ দিয়ে মেঠোপথে হাজার হাজার মানুষ গগন বিদারী স্লোগান দিয়ে বলে, তুমি কে আমি কে ফিলিস্তিন ফিলিস্তিন, ইজরায়েলের গণহত্যা বন্ধ করো করতে হবে। এসময় একটি বিশাল ইসরাইলের পতাকা ছাড়াও হাজার হাজার ইসরাইলের পতাকা বহন করা হয়। স্থানীয় আলেম-ওলামা ও তৌহিদি জনতার উদ্যোগে এবং আলোকিত যুব সংগঠনের ব্যানারে এই বিক্ষোভ মিছিলের আয়োজন করে আল ইনসাফ সোসাইটি ফর হিউম্যানিটি।

সমাবেশে বক্তারা বলেন,ভিমপুর শাইলবাড়ি মাদাসার পরিচালক মুফতি আবুল হাসান, বদরগঞ্জ কেন্দ্রীয় জামে মসজিদের খতিব মুফতি মোঃ জাকারিয়া হোসেন, মডেল মসজিদের খতিব মুফতি মঈনুদ্দীন তাজীদ, শাহপুর মাটারপাড়া মাদ্রাসার পরিচালক মুফতি হাসানুল ইসলাম, শেখের হাট স্কুলের প্রধান শিক্ষক আনিছুল ইসলাম, কারাগঞ্জ মাদ্রাসার মোহতামিম মুফতি আসাদুল্লাহ, মাওলানা বোরহান উদ্দিন, হাফেজ মেনহাজুল ইসলাম, বদরগঞ্জ খেলাফত আন্দোলনের হাফেজ ইমরান, আল ইহসান ফাউন্ডেশনের মাহবুবুর রহমান, বদরগঞ্জ পৌর বিএনপির আহ্বায়ক আজিজুল হক, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট গোলাম রসুল বকুল, এশিয়ান টেলিভিশন ও আমার দেশের রংপুর ব্যুরো প্রধান বাদশা ওসমানি, দামোদর পুর ইউপি চেয়ারম্যান আবু বক্কর সিদ্দিক, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মো আসিফ ইকবাল, দামোদরপুর ইউনিয়ন যুবদলের আহবায়ক নুর মোহাম্মদ প্রমুখ।

সমাবেশে বক্তারা বলেন, জাতিসংঘের অধীনে অবিলম্বে গাজায় ইজরাইলের গণহত্যা বন্ধ করতে হবে। একই সাথে বাংলাদেশের সাথে ইজরাইলের যত চুক্তি আছে সব চুক্তি বাতিল এবং ইজরাইলের সব পণ্য বর্জন করতে হবে।

পাশাপাশি সারা বিশ্বের মুসলমানদের একত্রিত হয়ে ইজরায়েলের গণহত্যার বিরুদ্ধে বিশ্বব্যাপী মুসলমানদের ঝাঁপিয়ে পড়ার আহ্বান জানান তারা। একই সাথে ভারতের মুসলমান নিধন বন্ধ এবং ওয়াকফ আইন বাতিলের দাবিও জানান বক্তারা।

পরে ঘোষণাপত্র পাঠ করেন আল ইনসাফ সোসাইটি ফর হিউমিনিটির পরিচালক মাওলানা শফিকুর রহমান সাইফী।

বাতায়ন২৪ডটকম / রিয়াদ ইসলাম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com