সংবাদ শিরোনাম :
বদরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় থানায় মামলা, গ্রেপ্তার ২ ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে উত্তাল রংপুর দুই পক্ষের সংঘর্ষে বিএনপিকর্মী নিহত, সাবেক এমপিসহ ৮ নেতা বহিষ্কার পীরগঞ্জে আকিকা’র দাওয়াত খেয়ে অসুস্থ ৪ শতাধিক মানুষ বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, আহত ১৪ সুপ্রিম কোর্ট সচিবালয় প্রতিষ্ঠার দ্বারপ্রান্তে: বিচারপতি ড. সৈয়দ রেফাত আহমেদ রংপুরে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহত ১, সাংবাদিকসহ আহত ২০ রংপুরে বিএনপির দুই গ্রপের সংঘর্ষ, সাংবাদিকসহ আহত ২০ বিচারিক সংস্কার এখন ‘সংস্কার’ এর প্রতীক : প্রধান বিচারপতি শ্রদ্ধা ও সমতা থাকলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক থাকবে রংপুরে সারজিস আলম

পীরগঞ্জে আকিকা’র দাওয়াত খেয়ে অসুস্থ ৪ শতাধিক মানুষ

রংপুর ও পীরগঞ্জ প্রতিনিধি, বাতায়ন২৪ডটকম 

রংপুরের পীরগঞ্জ উপজেলায় আকিকার দাওয়াত খেয়ে হঠাৎ অসুস্থ হয়ে পড়েছেন ৪ শতাধিক মানুষ। এর মধ্যে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ৫০ জন ভর্তি রয়েছেন।

গত বৃহস্পতিবার (৩ এপ্রিল) উপজেলার বড় আলমপুর ইউনিয়নের স্থানীয় গাজী খাঁ (দক্ষিণ সোনারপাড়া) গ্রামের আব্দুস সালাম মিয়া’র ছেলে মোঃ লিটন মিয়া’র বাড়িতে তার ছেলের আকিকার দাওয়াতের আয়োজন করা হয়। দাওয়াতে খাওয়ার কিছুক্ষণ পরেই অনেকেই বমি, পেট ব্যথা ও ডায়রিয়ার উপসর্গ নিয়ে হাসপাতালে ছুটে যান। এর মধ্যে অনেকেই আবার বাড়িতে চিকিৎসাধীন অবস্থায় আছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, অসুস্থদের মধ্যে অধিকাংশই গার্মেন্টস কর্মী, যারা ঈদের ছুটিতে বাড়িতে এসেছিলেন এবং সপ্তাহের শুরুতেই ঢাকায় ফিরার কথা ছিল। কিন্তু শারীরিক অবস্থার কারণে এখন অনেকেই ঢাকায় ফিরতে পারছেন না, ফলে চাকরি হারানোর শঙ্কায় আছেন তারা।

আকিকার আয়োজনকারী লিটন মিয়া জানান, আমরা খুবই যত্ন সহকারে খাবারের আয়োজন করেছিলাম। তারপরও কিভাবে কি হলো কিছুই বুঝতে পারছি না। আমরা নিজেরাও অসুস্থ। তবে, এটা ষড়যন্ত্রও হতে পারে। নয়তো এমনটা হওয়ার কথা নয়।

দাওয়াত খেয়ে অসুস্থ আজিজুল হক বলেন, দাওয়াত খেয়ে আসার পর রাত থেকেই পাতলা পায়খানা সহ জ্বর। পরে মেডিকেলে ভর্তি হয়েছি। আমার পরিবারের ও সবারে একই অবস্থা।

শাফিউল ইসলাম বলেন, আকিকার দাওয়াত খাওয়ার পরেই সকাল থেকে পাতলা পায়খানা সহ প্রচন্ড জ্বর। আমি একজন ঢাকার গার্মেন্টস কর্মী। আজ থেকে আমার অফিস খোলা হলেও আমি অসুস্থতার জন্য ঢাকায় যেতে পারিনি। জানিনা চাকরি থাকবে কি’না।

পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মাসুদ রানা বাতায়ন২৪ডটকম কে জানান, খাবারে ফুড পয়জনিংয়ের কারণে এমনটা হয়েছে বলে আমরা জানতে পেরেছি। খাবার পরীক্ষা করা গেলে প্রকৃত কারণ উদঘাটন করা যেতো। কিন্তু কয়েকদিন আগের ঘটনা হওয়ায় সেটি সম্ভব হচ্ছে নাহ। এছাড়াও খাবারে সংক্রমিত কিছু উপাদান থাকতে পারে, যা থেকে এই সমস্যা সৃষ্টি হওয়ার সম্ভাবনা থাকে। গতকাল পর্যন্ত ৪২ জন রোগী ভর্তি ছিলো। আজকে আবার নতুন করে ৮ জন রোগী ভর্তি হয়েছে।

 

পীরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি এম এ ফারুক বাতায়ন২৪ডটকম কে জানান,চার শতাধিক লোক আকিকার দাওয়াত খেয়ে অসুস্থ হয়ে পড়েছিলো। এ বিষয়ে থানায় কোন অভিযোগ দায়ের হয়নি। আমরা স্বপ্রণোদিতভাবে তদন্ত করে জানতে পেরেছি গরুর গোস্ত যারা খেয়েছে তারা ফুড পয়জনিং এর স্বীকার হয়েছে। এখন সবাই আশংকামুক্ত। অনেকে সুস্থ হয়ে বাসায় ফিরেছে। ফুড পয়জনিং ব্যতীত অন্য কোন ঘটনা আছে কিনা আমরা খতিয়ে দেখতেছি।

বাতায়ন২৪ডটকম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com