সংবাদ শিরোনাম :
সারাদেশে ৯ টি প্রদেশ বাস্তবায়নের দাবিতে রংপুরে মানববন্ধন। রংপুরের গংগাচড়া মহিপুর তিস্তা সেতু পাড়ে চীনা ফ্রেন্ডশিপ হাসপাতাল নির্মাণের দাবিতে মানববন্ধন কর্মসূচি রংপুর মেডিকেলে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত তিন দিন ব্যাপি ঢাকা ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক মেডিকেল ইক্যুইপমেন্ট এক্সপো-২০২৫ অনুষ্ঠিত রংপুরে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে রংপুরে ব্যবসায়ীদের আধাবেলা ধর্মঘট পালন বিসিবি থেকে ১৯ কোটি টাকা লুটঃ দুদকের অভিযান অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই পারমাণবিক প্রচেষ্টা ত্যাগ না করলে ইরানে সামরিক হামলা : ট্রাম্প
রিমান্ড শেষে সাবেক সমাজকল্যান মন্ত্রী কারাগারে

রিমান্ড শেষে সাবেক সমাজকল্যান মন্ত্রী কারাগারে

বাতায়ন২৪ডটকম.স্পেশাল করেসপন্ডেট

৫ দিনের রিমান্ড শেষে জামিন না মুন্জর করে কারাগারে  পাঠানো হয়েছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে হত্যা মামলায় গ্রেফতার সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদকে।

মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকেলে মেট্রোপলিটন জুডিশিয়াল ম্যাজিষ্ট্রেট আমল আদালত-৩ এর বিচারক দেবি রানী রায় তা্র জামিন না মঞ্জুর করে আদালতে পাঠানোর আদেশ দেন। এর আগে কড়া নিরাপত্তায় তাকে আদালতে তোলা হয়। গত ৩০ আগস্ট রংপুর মহানগরীর সেন্ট্রাল রোডের পোস্ট অফিসের গলিতে তার আত্মীয়ের বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরের দিন একই আদালতে তাকে জিজ্ঞাসাবাদের জন্য ১৫ দিনের রিমান্ডের আবেদন করেছিলেন তদন্তকারি কর্মকর্তা মোস্তাফিজার রহমান। আদালত ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেছিল। থানায় জিজ্ঞাসাবাদ শেষে আজ তাকে আদালতে তোলা হয়। উভয় পক্ষের শুনানী শেষে জামিন না মঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

আসামী পক্ষের আইনজীবি সায়েদ কামাল ইবনে খতিব জানান, নতুন করে পুলিশ কোন রিমান্ডের আবেদন করে নি। আমরা বয়স্ক এবং তার সামাজিক ও রাজনৈতিক বিবেচনায় জামিনের আবেদন করেছিলাম। আদালত না মঞ্জুর করে তাকে আদালতে পাঠানোর আদেশ দিয়েছে।

রংপুর মেট্রোপলিটন পুলিশের এডিসি (মিডিয়া) আশিক মাহমুদ জানান, ৫ দিনের রিমান্ডে নুরুজ্জামান আহমেদকে জিজ্ঞাসাবাদে গুরুত্বপুর্ন তথ্য পাওয়া গেছে। সেগুলো যাছাই-বাছাইকরা হচ্ছে। সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় রংপুরে গত বছর ৪ঠা আগস্ট নগরীর রাজারামমোহন ক্লাবের সামনে গুলিতে নিহত পথচারী মাহমুদুল হাসান মুন্না হত্যা মামলার আসামী । এছাড়াও তার নামে ঢাকার যাত্রাবাড়ী থানায় ১১ সেপ্টেম্বর এবং ২৪ আগস্ট করা দুটি হত্যা মামলা রয়েছে।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com