স্টাফ করেসপনডেন্ট, রংপুর।।বাতায়ন২৪ডটকম।।
জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা হুসেইন মুহম্মদ এরশাদ প্রতিষ্ঠিত উপজেলা পরিষদ বাস্তবায়ন করা গেলেই কেবল প্রান্তিক মানুষের বিচার সুষ্ঠু বিচার ব্যবস্থা নিশ্চিত হবে বলে মন্তব্য করেছেন দলটির কো চেয়ারম্যান সাবেক সিটি মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা।
বুধবার ( ২৩ অক্টোবর) সন্ধা সাড়ে ৭ টায় নগরীর সেন্ট্রাল রোডের দলীয় কার্যালয়ে রংপুর জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত উপজেলা দিবসের আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসিরের সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আজমল হোসেন লেবু, যুগ্ম মহাসচিব হাজি আব্দুর রাজ্জাক, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, সাংগঠনিক সম্পাদক হাসানুজ্জামান নাজিম, মহানগর সহ সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।
এসময় মোস্তফা বলেন, এরশাদের চালুকরা উপজেলা পরিষদে আদালত বসতো। ১৩ টা সেক্টর ছিল। সেখানেই প্রান্তিক মানুষ বিচার পেতেন। কিন্তু সতের বছর পর আওয়ামীলীগ সেটা চালু করলেও উপজেলা পরিষদকে দন্তবিহীন প্রতিষ্ঠানে পরিনত করেছে। উপজেলা প্রশাসনের লোকজন নির্বাচিত জনপ্রতিনিধিদের অধীনে থাকতে চায় না। তারা ডিসির অধিনে থাকতেই পছন্দ করে। এতে তাদের অনিয়ম দুর্নীতি করতে সুবিধা হয়।
মোস্তফা বলেন, আমরা মনে করি এরশাদ প্রণিত উপজেলা ব্যবস্থা বাস্তবায়ন করা গেলে প্রান্তিক মানুষের বিচার ব্যবস্থা নিশ্চিত হবে। জেলা ও হাইকোর্টে বিচার প্রার্থীদের আর অর্থ ওসময় অপচয় করতে হবে না। এজন্য অন্তবর্তীকালীন সরকারের চলমান সংস্কার কার্যক্রমে এরশাদ প্রনিত উপজেলা পদ্ধতি বাস্তবায়ন করার উদ্যোগ নেয়ার জানান তিনি।
বাতায়ন২৪ডটকম।। সমামা