রংপুর প্রতিনিধি।বাতায়ন২৪ডটকম
বাজার নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্সের অভিযানে রংপুরে এক পোল্ট্রি খামারিকে সিন্ডিকেটের মাধ্যমে বাজার নিয়ন্ত্রণ করে ডিমের দাম বৃদ্ধির অভিযোগে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে ।
মঙ্গলবার (২২ অক্টোবর) বিকেলে ডিমের মূল্য নিয়ন্ত্রণ এবং সরবরাহ স্বাভাবিক রাখতে রংপুর সদর উপজেলার শাহবাজপুর এলাকায় ভিআইপি শাহাদাৎ পোল্ট্রি ফার্মে অভিযান চালিয়ে টাস্কফোর্স টিম।
এসময় সরকার নির্ধারিত দামের থেকে বেশি দামে ডিম বিক্রি ও মূল্য তালিকা না থাকায় ওই পোল্ট্রি ফার্মকে এক লাখ টাকা জরিমানা করে বাজার নিয়ন্ত্রণে গঠিত বিশেষ টাস্কফোর্স।
অভিযানে রংপুর মহানগর রাজস্ব সার্কেলের সহকারী কমিশনার ফরিদা সুলতানা বলেন, বর্তমান বাজারে ডিমের মূল্য বৃদ্ধি নিয়ে বিভিন্ন জায়গা থেকে অভিযোগ আসছে। বাজারে অভিযান চালানো হলে ব্যবসায়ীরা খামার পর্যায়ে দাম বেশি নেওয়ার অভিযোগ তোলেন। তার পরিপ্রেক্ষিতে সদরের বড় ডিম উৎপাদনকারী ভিআইপি শাহাদত পোল্ট্রি এন্ড হ্যাচারিতে অভিযান চালানো। আমরা এখানে এসে দেখলাম সরকারি যে মূল্য নির্ধারিত ছিল ১০ টাকা ৫৮ পয়সা,
তার চেয়ে বেশি দামে ডিম বিক্রি করেছে। এ কারণে এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।
জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।
বাতায়ন২৪ডটকম