সংবাদ শিরোনাম :
শ্রদ্ধা ও সমতা থাকলে ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ক থাকবে রংপুরে সারজিস আলম ‎রংপুরে দুই মোটসরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ ‎ রংপুরে ঈদের প্রধান জামায়াত কালেক্টরেট ঈদগাহ মাঠে সকাল সাড়ে ৮ টায় রংপুরের গঙ্গাচড়ায় সৌদি আরবের সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন বদরগন্জ উপজেলায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইফতার মাহফিল অনুষ্ঠিত রংপুরে প্রধান ঈদের জামাত সকাল সাড়ে আটটায় অসহায় সেজে বাসায় আশ্রয়; ৪ শিশু নিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে ধরা নারী, থানায় মামলা খালেদা জিয়ার সুস্থতা কামনায় মাসজুড়ে রংপুর মহানগর ছাত্রদলের কর্মসূচী রংপুরে এনসিপি সদস্য সচিব আখতার হোসেনের ভ্যান শোডাউন আওয়ামী লীগ এবং জাতীয় পার্টির যোগ সাজোসে বাংলাদেশে ৩টি ডামি ও প্রহসনের নির্বাচন হয়।

প্রাইভেট শিক্ষককে মারধর, ব্ল্যাকমেইল অতঃপর চাঁদা দাবি

বদরগঞ্জ সংবাদদাতা, রংপুর। বাতায়ন২৪ডটকম

রংপুরের বদরগঞ্জ উপজেলায় আরিফুল ইসলাম আরিফ (২৭) নামে এক প্রাইভেট শিক্ষককে মারধর করে ব্ল‍্যাকমেইল করা হয়েছে। এরপর ওই শিক্ষকের কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। টাকা না দিলে ধারণকৃত ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে (ফেসবুক) ছড়িয়ে দেওয়ার হুমকি দেয় এক যুবক। এমন অভিযোগ এনে ওই শিক্ষক গতকাল রোববার সকালে বদরগঞ্জ থানায় লিখিত অভিযোগ দায়ের

করেছেন। ওই লিখিত অভিযোগ সূত্রে জানা গেছে, ওই শিক্ষক দীর্ঘদিন ধরে বদরগঞ্জ পৌর শহরের বালুয়াভাটা ১২ নং রেলঘুন্টি সংলগ্ন ‘সোর্স একাডেমি’ প্রাইভেট সেন্টার পরিচালনা করে আসছেন।

আরিফুল ইসলাম আরিফ অভিযোগ করে বলেন, ‘আমিসহ কয়েকজন শিক্ষক এইচএসসি শিক্ষার্থীদের প্রাইভেট পড়াই। গত শুক্রবার সন্ধ্যায় পেয়ারুল নামে এক শিক্ষককে সঙ্গে নিয়ে নিজ অফিসে বসে প্রশ্নপত্র প্রস্তুত করছিলাম। এ সময় অপরিচিত ৬ থেকে ৮জন যুবক আমার অফিসে প্রবেশ করে। আমি তাদের পরিচয় জানতে

চাইলে তারা দরজা-জানালা বন্ধ করে আমার মুঠোফোন কেড়ে নিয়ে আমাকে মারধর শুরু করে বলে, ‘তুই বেশি বাড়ছিস, প্রাইভেটে ছাত্র- ছাত্রীদের হয়রানি করিস কেন?, এবার বুঝবি- বলে তারা আমাকে ভিডিও ধারণ করতে থাকে। পরে তারা বলে, আমরা যা কথা বলবো তা ‘হ্যাঁ’ বলে জবাব দিতে হবে, তা নাহলে আরও মারধর করবো।’

ওই শিক্ষক বলে, ‘আমি মারধরের ভয়ে তাদের কথামত ‘হ্যাঁ’ বলে উত্তর দেই। সেগুলো তারা মোবাইল ফোনে ভিডিও ধারণ করে নেয়। এরপর আমার মোবাইল অ্যাকাউন্টে থাকা ৬ হাজার টাকা তাদের মোবাইল (বিকাশ) নম্বরে নিয়ে নেয়।

তারা চলে যাওয়ার সময়ে আমার ব্যবহৃত ল্যাপটপ, আইপি ক্যামেরা, কম্পিউটার পিসির
হার্ডডিক্স নিয়ে যায়। বিষয়টি কাউকে জানালে প্রাণনাশেরও হুমকি দেয় তারা।

ওই শিক্ষক অভিযোগ করে বলেন, ‘ভয়ে আমি ওইদিন কাউকে জানাইনি। পরদিন শনিবার একটি নম্বর থেকে ফোন দিয়ে আমার কাছে ১ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। দু’দিনের মধ্যে টাকা না দিলে তারা আমাকে ব্ল‍্যাকমেইল করে ধারণ করা ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেয়ার হুমকি দেয়।’

এ বিষয়ে বদরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু হাসান কবির বলেন, ওই ঘটনায় একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি গুরুত্বের সাথে দেখা হচ্ছে। খুব তাড়াতাড়ি আসামীদের সনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com