স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।।বাতায়ন২৪ডটকম
প্রথমদিন খেলা হয়েছিলো ৩৫ ওভার। এরপর আলোক সল্পতা ও বৃষ্টিতে দিনের বাকি সময় আর খেলা মাঠে গড়ায়নি। সেই যে বন্ধ হলো, বাংলাদেশ ও ভারতের মধ্যকার কানপুর টেস্টের পরের দুদিন আর মাঠে নামাই সম্ভব হলো না। দ্বিতীয় দিনের পর বৃষ্টির কারণে কানপুর টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত ঘোষণা করলেন ম্যাচ অফিশিয়ালরা।
কানপুরে দ্বিতীয় দিন কাভার সরানো না গেলেও তৃতীয় দিন বৃষ্টি না থাকায় সরানো হয়েছিলো কাভার। মেঘলা আবহাওয়া ও ভেজা আউটফিল্ডের জন্য খেলা শুরু হতে দেরি হচ্ছিলো। আউটফিল্ড শুকানোর কাজ শুরু হলেও মাঠ খেলার উপযোগী করে তোলা সম্ভব হয়নি। তিন দফা মাঠ পরিদর্শন করেন ম্যাচ অফিশিয়ালরা। সর্বশেষ বাংলাদেশ সময় বেলা ২:৩০টায় মাঠ পরিদর্শনের খেলা পরিত্যক্ত ঘোষণা করা হয়।
কানপুরের ড্রেনেজ ব্যবস্থা নিয়ে রয়েছে অভিযোগ। একটু ভারি বর্ষণ হলেই এখানে মাঠ শুকানো দুরূহ হয়ে পড়ে। এবারে সেই পরিস্থিতির শিকার হলো বাংলাদেশ-ভারত টেস্ট ম্যাচ। টানা বৃষ্টির কারণে গ্রিন পার্কে ভেসে গেলো টেস্টের দুদিন।
এর আগে প্রথমদিন টসে হেরে ব্যাট করতে নেমে ৩ উইকেট হারিয়ে ১০৭ রান স্কোরবোর্ডে তোলে বাংলাদেশ। খেলা হয়নি দিনের অর্ধেক ওভারও। বাংলাদেশের হয়ে ক্রিজে অপরাজিত আছেন মমিনুল হক ও মুশফিকুর রহিম। মমিনুল ৪০ ও মুশফিকের ব্যাট থেকে এখন অব্দি এসেছে ৬ রান। ভারতের হয়ে দুটো উইকেট নেন পেসার আকাশ দীপ। আরেকটি যায় রবিচন্দ্রন অশ্বিনের দখলে। প্রথম টেস্ট ২৮০ রানে জিতে সিরিজে ১-০ তে এগিয়ে আছে ভারত।
বাতায়ন২৪ডটকম