করেসপন্ডেন্ট, পীরগাছা, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গাজীপুর ও ঢাকায় পুলিশের গুলিতে শহিদ রংপুরের পীরগাছার দুই পরিবারের সাথে দেখা করেছেন ডিসি মোহাম্মদ রবিউল ফয়সাল।
মঙ্গলবার (২৪ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার ছাওলা ইউনিয়নের আদম গ্রামে শহীদ মামুন এবং জুয়ানের চরের মঞ্জু মিয়ার বাড়িতে যান তিনি।
এসময় সাথে ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা নাজমুল হক সুমন, সহকারী কমিশনার ভূমি ইফতিসাম প্রীতি, থানা অফিসার ইনচার্জ সুশান্ত কুমার সরকার, ছাওলা ইউপি চেয়ারম্যান নজির হোসেন, উপজেলা ছাত্র সমন্বয়ক মাহিম,জামিল,সোহেল,জুয়েল,উল্লাস,মোশারফ,মারিফুল,রিফাত ,খলিল,শাদ,রিমন,সোলাইমান প্রমুখ।
এসময় তাদের পরিবারের খোঁজ খবর নেন ডিসি। উভয় পরিবারকে খাদ্র্য সামগ্রী তুলে দেন। বলেন যে কোন পরিস্থিতিতে তাদের পরিবারের পাশে থাকবে সরকারেরর হয়ে জেলা প্রশাসন।
গত ২০ জুলাই আন্দোলন চলাকালে গাজীপুরে গুলিবিদ্ধ হন মঞ্জু মিয়া। চিকিৎসাধীন অবস্থায় ২০ আগস্ট মারা যান তিনি। তিনি পেশায় ছিলেন রাজমিস্ত্রি। আর ৫ আগস্ট ঢাকায় আদালত চলাকালী গুলিবিদ্ধ হয়ে মারা যান মামুন। ঢাকায় তার ছোট্ট একটি পোশাক কারখানা ছিল।
বাতায়ন২৪ডটকম।।সমামা