সংবাদ শিরোনাম :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে রংপুরে বিক্ষোভ মিছিল, ভারতীয় পণ্য-মিডিয়া বর্জনের ডাক আলেমা খাতুন মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন সাংবাদিকের মা-কে পেটানোর আসামীরা এখনো ধরা ছোঁয়ার বাহিরে। রংপুরে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন। রংপুরে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার আন্দোলনের মুখে ওএসডি রমেক অধ্যক্ষ ডা. মাহফুজ, আন্দোলন প্রত্যাহার ‘আগে ডিসিই হতেই পারি নাই, এখন ডিসিদের চালাবো। সাহস করে দায়িত্ব নিয়েছি’ নির্দিষ্ট চাহিদা অনুযায়ী আলুবীজ পাচ্ছেন না রংপুর অঞ্চলের কৃষকরা বেরোবির পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে জুলাই গনঅভ্যুত্থানের ইতিহাস বেরোবিতে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধ উপাচার্য
চিন্তা, উদ্বিগ্নতা, টেনশন ছাড়াই পূজা উদযাপনকে নির্বিঘ্ন করতে সকল উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী: ৭২ ব্রিগেড কমান্ডার

চিন্তা, উদ্বিগ্নতা, টেনশন ছাড়াই পূজা উদযাপনকে নির্বিঘ্ন করতে সকল উদ্যোগ নিয়েছে সেনাবাহিনী: ৭২ ব্রিগেড কমান্ডার

সিনিয়র করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

সেক্রিফাইসড, কম্প্রোমাইজড এবং এ্যডজাস্ট করে সবাইমিলে একসাথে এগিয়ে চলার মাধ্যমে আসন্ন দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে সরকারের নির্দেশনায় সেনাবাহিনী সকল উদ্যোগ নিয়েছে বলে মন্তব্য করেছেন সেনাবাহিনীর ৭২ ব্রিগ্রেড কামন্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কবির।

রোববার ( ২২ সেপ্টেম্বর) বেলা সাড়ে ১১ টায় রংপুর মহানগরীর রাধাগোবিন্দ মন্দির ধর্মসভায় দুর্গাপূজার প্রস্তুতি বিষয়কক মতবিনিময় সভায় তিনি এই মন্তব্য করেন।  মন্দিরের সভাপতি ভবোতোষ সরকার বাচ্চুর সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন কালিবাড়ি মন্দিরের সভাপতি ডা. নিখিলেন্দ গুহ রায়, পরেশনাথ মন্দিরের সভাপতি রামকৃষ্ণসোমানী, ধমর্মসভার সাধারণ সম্পাদক খোকন সরকার, কালিবাড়ির সাধারণ সম্পাদক মনোজ বণিক. পরেশ নাথের সাধারণ সম্পাদক বিশ্বজিৎ বণিক প্রমুখ।

এসময় ব্রিগেডিয়ার হুমায়ুন বলেন, আমি মনে করি রংপুরের মানুষ শান্তিপ্রিয় মানুষ। জুলাই থেকে এখানে দায়িত্ব পালন করে সেটা আমি নিশ্চিত হয়েছি।  আমি মনে করে আপনাদের এই উৎসবে সবাই সহযোগিতা করবে। সেনাবাহিনী আপনাদের সার্বক্ষণিকভাবে পাশে থাকবে। বর্তমান সরকারের নির্দেশনায় সেনাবাহিনী এই দুর্গাপূজাকে নির্বিঘ্ন করতে সব ধরণের উদ্যোগ নিয়েছে।

তিনি আরও বলেন, আপনারা সব সময়ের জন্য মনে করবেন বাংলাদেশ সেনাবাহীন আপনাদের সঙ্গে আছে। বিন্দু মাত্র চিন্তা, উদ্বিগ্নতা, টেনশনের দরকার নেই। একেবারেই নিশ্চিন্ত থেকে আপনারা পূজা উদযাপন করবেন। তার জন্য যা করনীয় তা সেনাবাহিনীর পক্ষ থেকে আমরা করবো।  কোন অসুবিধা মনে করলেই আমাদের স্মরণ করবেন। আমরা আপনাদের পাশে আছি।’

ব্রিগেডিয়ার হুমায়ুন বলেন, আপনাদের প্রতি আমাদের অনুরোধ, আপনারও একটু সহনশীল থাকবেন। কোন কারনেই বিচলিত হওয়ার কোন কারণ নেই। অনেক সময় মানুষের ভুল হয়, অনেক সময় মানুষ ভুল ব্যাখ্যাও করে। এখন সোস্যাল মিডিয়ার কারনে এখন রটনা, রিউমার তৈরি হয়। সোস্যাল মিডিয়ার প্রচারণা বিচার বিশ্লেষন করবেন। আমরা সবাই মিলেমিশে থাকবো। আমরা সবাই সেক্রিফাইজ করবো। কম্প্র্রোমাইজড করবো। এডজাস্ট করবো। আমরা সবাই একসাথে থেকে  এই বাংলাদেশ বিনির্মাণ করবো। ‘

পরে তিনি ধর্মসভা, কালিবাড়ি, মদনমোহন ঠাকুর বাড়ি আকরা, পরেশনাথ শিব মন্দির ঘুরে দেখেন এবং সনাতন ধর্মালম্বীদের সাথে কথা বলেন।

বাতায়ন২৪ডটকম।।সমামা

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com