স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
ঢাকায় পাথর মেড়ে ব্যবসায়িকে হত্যার প্রতিবাদে রোকেয়া বিশ্ববিদ্যালয় ও কারমাইকেল কলেজ শিক্ষার্থীদের বিক্ষোভ-সমাবেশ
পাথর মেরে ব্যবসায়িকে হত্যাসহ বিএনপি’র খুন, চাঁদাবাজি, সন্ত্রাসবাদের প্রতিবাদে রংপুরের রোকেয়া বিশ্ববিদ্যালয় এবং কারমাইকেল কলেজে শিক্ষার্থীরা বিক্ষোভ ও সমাবেশ করেছে।
শুক্রবার ( ১১ জুলাই) রাত সাড়ে দশটায় কারমাইকেল কলেজের প্রধান ফটক থেকে শিক্ষার্থীরা মিছিল নিয়ে খামার মোড়ে আসে। এখান থেকে লালবাগ এ গিয়ে সমাবেশ করে তারা। এসময় তারা আমার ভাই মরলো কেন তারেক রহমান জবাব দে। যুবদলের আরেক গুন, পাথর মাইরা করে খুনসহ বিভিন্ন শ্লোগান দেয়। পরে সমাবেশে বক্তব্য রাখেন রাষ্ট্র বিজ্ঞা বিভাগের শিক্ষার্থী মোঃ সাজ্জাদ হোসেন ,ইংরেজি বিভাগের রিফাত হাসান ও মুহাফিজ মোস্তফা, পদার্থ বিজ্ঞান বিভাগের
মেহেদী হাসান প্রমুখ।
তারা বলেন, নব্য ফ্যাসিবাদিদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছে ইন্টেরিম। বাংলার ছাত্র সমাজ তা বরদাশত করবে না।
অন্যদিকে রাত দশটায় রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক থেকে বিক্ষোভ করে শিক্ষার্থীরা। বিক্ষোভটি পার্কের মোড়, শহীদ আবু সাঈদ চত্বর হয়ে আবারো প্রধানফটোকে এসে শেষ হয়। এসময় তারা আওয়ামীলীগ যে পথে বিএনপি সেই পথে। আমরা ভাই মরলো কেন তারেক রহমান জবাবদেসহ বিভিন্ন শ্লোগান দেন শিক্ষার্থীরা। পরে সেখানে সমাবেশ করে তারা। এসময় বক্তব্য রাখেন রংপুর মহানগর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সদস্য সচিব রহমত আলী, বিশ্ববিদ্যালয়ের সমন্বয়ক শামসুর রহমান সুমন, আশিকুর রহমান প্রমুখ। তারা বলেন বিএনপি খুন এবং সন্ত্রাস ও চাঁদাবাজির মাধ্যমে জুলাই বিপ্লবের স্পিরিট কে প্রশ্নবিদ্ধ করছে। অবিলম্বে সন্ত্রাসীদের গ্রেপ্তারের দাবি জানান তারা। সরকার এসব বন্ধ করতে না পারায় সরকারেরও কঠোর সমালোচনা করেন বক্তারা।
বাতায়ন ২৪ ডটকম/শরিফুল ইসলাম।