স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
রংপুরে বালুভর্তি একটি ট্রাক থেকে বিপুল পরিমান গাজা উদ্ধার করেছে র্যাব-১৩। গ্রেফতার করা হয়েছে ২ জনকে।
শুক্রবার ( ১১ জুলাই) রাত ১১ টায় রংপুর-কুড়িগ্রাম আঞ্চলিক মহাসড়কের নব্দীগঞ্জে চেকপোস্ট বসিয়ে এসব গাজা উদ্ধার করে পুলিশ।
র্যাব-১৩, রংপুরের অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসান জানান, আমাদের কাছে খবর ছিল লালমনিরহাট থেকে একটি বালুভর্তি ট্রাকে বিপুল পরিমান গাজা যাচ্ছে বগুড়ার উদ্দেশ্যে। বিষয়টি আমরা ফলোআপ করি। তিস্তা সড়ক সেতু থেকে ট্রাকটি ফলো করে নব্দীগঞ্জে চেক পোস্ট বসিয়ে ট্রাকটি (ঢাকা মেট্রো-ব-১৬-২৬৪৫) আটক করি। পরে বালুর ভেতর থেকে গাজার ২০টিরও বেশি ছোট বড় বস্তা উদ্ধার করা হয়। তাতে বিপুল পরিমান গাজা ছিল। কি পরিমান ছিল সেটা তাৎক্ষণিকভাবে বলতে পারেন নি এই র্যাব কর্মকর্তা। থানায় নিয়ে গিয়ে মামলা হওয়ার পর পরিমান বলা যাবে বলে জানান তিনি।
র্যাবের এই কর্মকর্তা আরও জানান, এসময় ট্রাকটিতে মাদককারবারিরা কেউ ছিল না। চালক ও হেলপাড়কে আটক করে ট্রাকটিসহ মাহিগঞ্জ নেয়া হয়েছে। চালক ও হেলপারকে জিজ্ঞাসাবাদে মাদক কারবারিদের সম্পর্কে তথ্য পাওয়া গেছে। তারা কয়েকজনের নাম বলেছেন। তাদের বিরুদ্ধে খোঁজখবর নেয়ার পাশাপাশি গ্রেফতারে অভিযান চলছে।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।