সংবাদ শিরোনাম :
দিনাজপুর শিক্ষাবোর্ডে এবারও শীর্ষে রংপুর মহানগরীর শিক্ষা প্রতিষ্ঠানগুলো রংপুর বিভাগে ১৩ প্রতিষ্ঠানের কেউ পাশ  করেনি রংপুর বিভাগে ১৩ প্রতিষ্ঠানের কেউ পাস করেনি, ৪৮টিতে শতভাগ পাস দিনাজপুর শিক্ষাবোর্ডে এসএসসি ২০২৫ প্রত্যেক বিষয়ে মেয়েরা এগিয়ে এসএসসি ২০২৫ পাশের হারে দিনাজপুর বোর্ডে মেয়েরা এগিয়ে এসএসসির রেজাল্ট আজ, জানবেন যেভাবে সুন্দরগঞ্জে আরসিবি’র সহস্র বৃক্ষরোপণ কর্মসূচি শুরু এক কলেজে তিন অধ্যক্ষ: নেই পাঠদান সাবেক ডিবি প্রধান হারুনের ছোট ভাইসহ তিন কর্মকর্তা বরখাস্ত: মাদক অভিযানের নামে টাকা লুট হেলথ এসিসটেন্সদের ৬ দফা দাবি না মানলে আগামী ১ সেপ্টেম্বর শাট ডাউন
রংপুর বিভাগে ১৩ প্রতিষ্ঠানের কেউ পাশ  করেনি

রংপুর বিভাগে ১৩ প্রতিষ্ঠানের কেউ পাশ  করেনি

স্টাফ করেসপনন্ডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

 দিনাজপুর শিক্ষাবোর্ডের অধীনে রংপুর বিভাগের আট জেলার শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে এবারও এসএসসি পরীক্ষার ফলাফলে এই বিভাগের ৪৮ শিক্ষা প্রতিষ্ঠানে শতভাগ পাশ করলেও শতভাগ ফেল করেছে ১৩ টি প্রতিষ্ঠান।

দিনাজপুর বোর্ডের প্রকাশিত ফলাফলে দেখা গেছে এই বোর্ড থেকে এবার ৪৮ টি শিক্ষা প্রতিষ্ঠান শত ভাগ পাশ করলেও গতবছর শতভাগ পাশ করেছিল ৭৭ টি শিক্ষা প্রতিষ্ঠান । অন্যদিকে এবার ১৩ টি শিক্ষা প্রতিষ্ঠান থেকে কেউই পাশ করে নি। গতবছর এই সংখ্যা ছিল ৪টি।

শিক্ষাবোর্ডের মধ্যে এবার পাশ না করা  শিক্ষা প্রতিষ্ঠানগুলো হলো রংপুরের পীরগঞ্জের ছোট উজিরপুর উচ্চ বিদ্যালয়, গাইবান্ধার সাঘাটার ঘুড়িদহ হাইস্কুল, গোবিন্দগঞ্জের বিশ্বনাথপুর আদর্শ হাইস্কুল, নীলফামারীর ডিমলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব বালিকা উচ্চ বিদ্যালয়, কুড়িগ্রাম সদরের পুর্ব কুমারপুর আদর্শ হাইস্কুল, নাগেশ্বরীর পায়রাডাঙ্গা হাইস্কুল, ফুলবাড়ির নজরমামুদ আদর্শ হাইস্কুল, লালমনিরহাট সদরের পশ্চিম বড়ুয়া রোটারি হাইস্কুল, দিনাজপুরের বীরগঞ্জের সাতকমর হাইস্কুল, ঠাকুরগাঁও সদরের সানুয়া হাইস্কুল এবং পঞ্চগড়েরর বোদার দাবারভাংগা হাইস্কুল।

এ বিষয়ে দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী জানান, শতভাগ পাশ না করা শিক্ষা প্রতিষ্ঠানগুলোর ব্যপারে সিদ্ধান্ত গ্রহন করা হবে। তাদের এমপিও বাতিলও করা হতে পারে।##

বাতায়ন২৪ডটকম/আলমগীর হোসেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com