সংবাদ শিরোনাম :
পীরগঞ্জে দেড়শ একর সরকারী খাস জমি বেদখলের প্রতিবাদে  বিক্ষোভ-মানববন্ধন ‎এক দশক পর বদরগঞ্জে বিএনপির দ্বি বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত গাইবান্ধা জেলা ছাত্র সমিতি, ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির নতুন কমিটি ঘোষণা পীরগঞ্জের হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা ইউপি চেয়ারম্যান ছাদেকুল ইসলামকে  গ্রেফতার  দাবিতে ফুসে উঠেছে এলাকাবাসী ‎ইতিহাসের নীরব সাক্ষী বদরগঞ্জের লালদিঘী নয় গম্বুজ মসজিদ নয়া দিগন্তের সাবেক সম্পাদক আলমগীর মহিউদ্দিনের ইন্তেকাল বর্ষীয়ান সাংবাদিক আলমগীর মহিউদ্দিনের মৃত্যুতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টার শোকপ্রকাশ পাকিস্তানের উপ-প্রধানমন্ত্রীর ঢাকা আগমন যুক্তরাষ্ট্রের সঙ্গে ২০ শতাংশ শুল্ক নিশ্চিত করা সরকারের বড় সাফল্য- প্রেস সচিব
ডিআইইউতে গাইবান্ধা জেলা ছাত্র সমিতির আয়োজনে ধর্ষণ বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

ডিআইইউতে গাইবান্ধা জেলা ছাত্র সমিতির আয়োজনে ধর্ষণ বিরোধী মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত

সুন্দরগঞ্জ উপজেলা প্রতিনিধি:

ডিআইইউ প্রতিনিধিঃ সারা দেশে ধর্ষণ, ডাকাতি, ছিনতাই ও আইনশৃঙ্খলা অবনতির বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করে ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে প্রতিবাদ মিছিল ও মানববন্ধন করেছেন গাইবান্ধা জেলা ছাত্র সমিতি। এতে অংশ নেয় শিক্ষাপ্রতিষ্ঠানটির শতাধিক শিক্ষার্থী।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) দুপুর ১২ টা থেকে ঘণ্টাব্যাপী এই কর্মসূচি পালন করা হয়েছে।

ডিআইইউর নতুন ক্যাম্পাসের সামনে সারাদেশে ধর্ষণ, ডাকাতি ও ছিনতাইয়ের বিরুদ্ধে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

সংগঠনটির সভাপতি রেদওয়ানুল হাসান সিজান এবং সাধারণত সম্পাদক আসাদুজ্জামান আসাদের সঞ্চালনায়। আরও বক্তব্য রাখেন, গাইবান্ধা জেলা ছাত্র সমিতির সভাপতি রেদওয়ানুল হাসান সিজান বলেন, খবরের কাগজ ও সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রতিদিন আমরা ধর্ষণ, চুরি, ডাকাতির খবর পাচ্ছি। এটি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি আমাদের সামগ্রিক নিরাপত্তার প্রশ্ন।আমরা এই মুহূর্তে ধর্ষক ও ছিনতাইকারীদের বিরুদ্ধে সোচ্চার না হলে, ভবিষ্যতে তারা আরও প্রকাশ্যে অপকর্মে লিপ্ত হবে।

সংগঠনটির সাবেক উপদেষ্টা ও আজীবন সদস্য  যোবায়ের পারভেজ পাটোয়ারী বলেন, আমরা দেখতে পাচ্ছি, আমাদের সমাজে দিন দিন অপরাধের মাত্রা বৃদ্ধি পাচ্ছে। নারীদের প্রতি সহিংসতা, ধর্ষণ, শিশু নির্যাতন, এবং লুটপাটের ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে। সাধারণ মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে, পরিবারগুলো আতঙ্কে দিন কাটাচ্ছে। আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা করলেও, অপরাধীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা না গেলে এসব অপরাধ থামানো সম্ভব নয়।

সংগঠনের উপদেষ্টা সৌরভ মিয়া বলেন, নারীদের আমরা নিরাপত্তা দিতে না পারলে, পুরুষ হিসেবে আমাদের লজ্জা। যে পুরুষ কোনো নারীকে ধর্ষণ করে, তার কোনো জাত নেই, বিচার নেই।তার একমাত্র শাস্তি হওয়া উচিত প্রকাশ্যে মৃত্যুদণ্ড। বাংলাদেশে অনেক আইন রয়েছে, কিন্তু তার বাস্তবায়ন দেখি না—এটাই আমাদের হতাশ করে।

যুগ্ম সাধারণ সম্পাদক মিজানুর রহমান বিজয়, তার শুভেচ্ছা বক্তব্যে বলেন,আমরা মনে করি, আমাদের সমাজে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হলে শক্তিশালী আইন প্রয়োগ, অপরাধীদের কঠোর শাস্তি, এবং জনসচেতনতা বৃদ্ধি করা জরুরি। আমরা চাই, ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি নিশ্চিত হোক, ডাকাতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হোক, এবং সাধারণ মানুষের নিরাপত্তা সুনিশ্চিত করা হোক।

আরেক সদস্য নুরি আক্তার লিছা বলেন,  নারীরা কোথায় গেলে নিরাপদ? যেখানে ঘরের ভেতর মায়ের সামনেই মেয়েকে ধর্ষণ করা হয়েছে, স্বামীকে বেঁধে রেখে স্ত্রীকে ধর্ষণ করা হয়েছে!নারীরা মৃত্যুবরণ করলেও রেহাই পাচ্ছে না, মৃত লাশ পর্যন্ত ধর্ষণ করা হচ্ছে! শুধু আইন থাকলে হবে না, তার বাস্তবায়ন নিশ্চিত করতে হবে।

আরোও বক্তব্য রাখেন, সংগঠনটির নির্বাহ সদস্য, আল মাহদী আঙ্গুর, ওমর আল সানি, জুহায়র হাসনাত ফুয়াদ, শিক্ষার্থী প্রতিনিধি রাকিবুল ইসলাম চাঁদ, রকিবুল ইসলাম, রাকিব মাহমুদ, রেজোয়ান আহমেদ, মেহেদী হাসান সাকিব, নোমান সিদ্দিকী।

কর্মসূচি থেকে ধর্ষকদের দ্রুত বিচার নিশ্চিত করে ফাঁসি দেওয়া, নারীদের নিরাপত্তা নিশ্চিত করা, কঠোর আইন প্রয়োগ এবং যৌন নিপীড়নের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলা ও ডাকাতি-ছিনতাইয়ের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানান শিক্ষার্থীরা। নতুন ক্যাম্পাস থেকে বিক্ষোভ মিছিল নিয়ে পুরাতন ক্যাম্পাসে গিয়ে শিক্ষার্থীদের উদ্দেশ্যে বক্তব্যের মাধ্যমে কর্মসূচির সমাপ্তি ঘটে।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com