সংবাদ শিরোনাম :
শহীদ আবু সাঈদের পিতা সরকারের কাছে দ্রুত বিচার দাবি করেন শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন রংপুর জেল ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের পিতার সাথে রংপুর জেলা জামায়ত নেতৃবৃন্দ মতবিনিময় রৌমারীতে ২২ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জাপায় নতুন করে ভাঙ্গন : চুন্নুসহ বহিষ্কার হচ্ছেন জাপা’র ৭ নেতা মুন্সীগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে গুলি আজ বিকেলে এনবিআরের আন্দোলন কারীর সাথে অর্থ উপদেষ্টা বৈঠক গাইবান্ধায় শিশু ধর্ষণ: গণপিটুনিতে অভিযুক্ত নিহত জাতীয় নাগরিক পার্টি রংপুর মহানগর ২৩ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠিত জাতীয় নাগরিক পার্টি রংপুর জেলা ২৪ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠিত
‎রংপুরে অনলাইন থেকে সিফাতের উদ্যোক্তা হওয়ার গল্প ‎

‎রংপুরে অনলাইন থেকে সিফাতের উদ্যোক্তা হওয়ার গল্প ‎

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম 

রংপুর নগরীর আমাশু আগোরপাড়া কুকরুল গ্রামের বাসিন্দা মোহাম্মদ শাহআলম হোসেনের বড় ছেলে সিফাতের উদ্যোক্তা হওয়ার গল্পটা যেন ভিন্ন রকম।

‎তিনি ২০১৬ সালে আমাশু প্রগতি উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি পাস করেন। এবং ২০২১ সালে  কুড়িগ্রাম পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ডিপ্লোমা শেষ করেন।

‎শাহআলম ও শিউলি দম্পতির কোল জুড়ে ৩ সন্তান। তাদের অভাব অনটনের মধ্যে  শিফাত কে আর পড়াশুনা করাতে পারেনি। তাদের বড় সন্তান সিফাত রহমান। তার বাবা  মুরগি ব্যবসায়ী এবং মা একজন গৃহিণী।


‎সিফাত ছোট থেকে একটু চঞ্চল ও মেধাবী সবসময় আবিষ্কার চিন্তা ভাবনা করতো।
‎করোনা কালীন সময়ে অনলাইনে নানা ধরনের কাজের সন্ধান করেন। কোথাও কাজ না পেয়ে নিজে নিজে মনে মনে উদ্যোক্তা হওয়ার চিন্তা ভাবনা শুরু করেন।

‎তারপর প্রতিনিয়ত ফেসবুক ও ইউটিউবে নানা ধরনের উদ্যোক্তা হওয়ার ভিডিও দেখতে শুরু করেন। ধিরে ধিরে একটা সময় নিজে নিজে সুতা দিয়ে মানুষের ছবি, প্রানীর ছবি, নাম, মোবাইল নাম্বার ইত্যাদি আঁকা শুরু করেন এবং বারবার ব্যত্থ হন। তারপর ও সে হাল ছেড়ে দেননি। বর্তমান সে সফল ভাবে সুতা দিয়ে মানুষের ছবি, প্রানীর ছবি, নাম, মোবাইল নাম্বার ইত্যাদি আঁকতে সফল হন।

‎নিজেকে প্রতিষ্ঠিত করার স্বপ্নই প্রতিটি মুহূর্ত তার। এ স্বপ্ন থেকেই তিনি এখন রংপুরের স্বপ্নবাজ একজন সুতা আর্টিস্ট। নিজেকে প্রতিষ্ঠিত করেছেন, অন্যকেও প্রতিষ্ঠিত করার স্বপ্নে বিভোর হয়ে আছেন। ইতোমধ্যেই রংপুর তথা বাংলাদেশে  উদ্যোক্তা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছেন। তাই অনলাইন থেকেই তিনি এখন সেরা উদ্যোক্তা।


‎তার তৈরি সুতা ও হাতের নিপুণ কৌশলে মানুষের আকৃতি ফুটিয়ে তুলতে পারেন ও বিভিন্ন ধরনের কাজের অগ্রগতি বাড়ার চেষ্টা করছেন। প্রয়োজনের তাগিদে বেছে নিয়েছিলেন নিজের পথ। সে পথে সাফল্য ছিল, ব্যর্থতা ছিল, ছিল করোনার স্মৃতি।

‎সিফাত তার কাজকর্ম গুলো প্রচারের জন্য ফেসবুকে বিডি স্টিং আর্ট নামে একটি পেজ খুলেছেন।

‎সিফাত বলেন সমাজের  তরুণদের পাল্টে দিতেই ও প্রতিষ্ঠিত করতেই তিনি মাঠে নেমেছেন। প্রতিদিনই তৈরি করতে চান নতুন উদ্যোক্তা। সমাজের বেকার যুবকদের পাশে থাকতে চান। মাদক ও কেসিনো ছেড়ে বেকার ও  উদীয়মান যুবকরা  যাতে উদ্যোক্তা হিসেবে প্রতিষ্ঠিত হতে পারে সেই উদ্যোগ গ্রহণ করতে চান তিনি। এজন্য দরকার সরকারি পৃষ্ঠপোষকতা, নানা প্রশিক্ষণ। উদ্যোক্তা সৃষ্টিতে সরকার উদ্যোগ গ্রহণ করলে তিনিও পাশে থাকতে চান, সহযোগিতা করতে চান।  তিনি চান সরকার এগিয়ে আসুক।

‎এ বিষয়ে রংপুরের জেলা প্রশাসক রবিউল ফয়সাল বলেন, আমরা সিফাত কে সব ধরনের সহায়তা করতে প্রস্তুত, পাশাপাশি তরুণ উদ্যোক্তা হিসেবে যারা কাজ করছেন তাদেরকেও আমরা সহায়তা করতে চাই। সরকার তাদের পাশে আছে এবং থাকবে। সিফাত আমাদের রংপুরের গর্ব অনলাইন থেকেই শিক্ষা নিয়ে অনলাইনের ব্যবসার মধ্য দিয়েই তিনি এখন রংপুরে উদ্যোক্তা হয়ে উঠেছেন। সিফাত কে দেখেই এগিয়ে আসুক তরুণ উদ্যোক্তারা, কাজ করুক নতুন উদ্যমে।

বাতায়ন২৪ডটকম/ রিয়াদ ইসলাম 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com