স্টাফ করেসপন্ডেন্ট কুড়িগ্রাম।। বাতায়ন২৪ডটকম।।
কুড়িগ্রামের রৌমারীতে ২২ হাজার ১০০ পিস ইয়াবাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।
সোমবার (৩০ জুন) সকালে উপজেলার চর নতুন বন্দর গ্রামে রফিকের বাড়িতে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়। রৌমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) লুৎফর রহমান এ তথ্য জানান।
গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী উপজেলার রৌমারী সদর ইউনিয়নের চর নতুন বন্দর গ্রামের সাবেক সেনাসদস্য আনোয়ার হোসেনের পুত্র রফিক হাসান। তার বিরুদ্ধে মাদকের একাধিক মামলা রয়েছে। এর আগে ২০২৩ সালে রফিকের ঘরের সিন্দুকের ভেতর থেকে ২২ হাজার ৬০০ পিস ইয়াবাসহ তাকে গ্রেফতার করেছিল রৌমারী থানা পুলিশ।
পুলিশ জানায়, মাদক মজুত আছে এমন তথ্যের ভিত্তিতে সোমবার সকালে রফিকের বাড়িতে অভিযান চালানো হয়। পুলিশের উপস্থিতি টের পেয়ে রফিক পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় তাকে গ্রেফতার করা হয়। পরে শরীর তল্লাশি করে ১০ হাজার এবং তার ঘরে তল্লাশি করে ড্রয়ার থেকে আরও ১২ হাজার ১০০ পিসসহ ২২ হাজার ১০০টি ইয়াবা ও দুটি মোবাইল উদ্ধার করা হয়।
ওসি লুৎফর রহমান বলেন, গ্রেফতার রফিকের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করা হয়েছে। মঙ্গলবার তাকে আদালতে সোপর্দ করা হবে।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।।