স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
জাতীয় নাগরিক পার্টি- এনসিপি রংপুর মহানগর ২৩ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠিত হয়েছে।
শনিবার ২৮ জুন, জাতীয় নাগরিক পার্টি সদস্য সচিব আখতার হোসেন ও উত্তরাঞ্চল মুখ্য সংগঠক সারজিস আলম স্বাক্ষরিত তিন মাস মেয়াদি এই কমিটির অনুমোদন দেওয়া হয়।
এতে প্রধান সমন্বয়কারী সাদিয়া ফারজানা দিনা।
যুগ্ম সমন্বয়কারী, আলমগীর নয়ন, শান্তি কাদেরী,
মাহমুদুল ইসলাম মারুফ, আলমগীর কবির, মো. বেলাল হোসেন, খোন্দকার ময়নুল হক সদস্য, ইমরান হোসেন, রাগিব হাসনাইন, মুরশিদ আলম, রুস্তম আলী,কায়কোবাদ, রোকনুজ্জামান লিমন,
শ্রী কৃষ্ণ চন্দ্র শিং ,নুরুজ্জামান,শাহ মো. সবুজ রহমান,মো. জোবায়ের হাসান,মো. তাফসীর আহম্মেদ,মোছা, নিশরাত জাহান কেয়া,মোঃ ফিরোজ মিয়া, মোছা. জলি পারভীন, মো. অলি আহাম্মাদ আলম, মো. ওবায়দুল ইসলাম
প্রধান সমন্বয়কারী সাদিয়া জাহান দিনা বলেন, আমরা এনসিপি পার্টি জনগণের কল্যাণের জন্য কাজ করতে প্রস্তুত। সেই সাথে সংগঠনকে সুসংগঠিত করতে আমরা বদ্ধপরিকর।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।