সংবাদ শিরোনাম :
শহীদ আবু সাঈদের পিতা সরকারের কাছে দ্রুত বিচার দাবি করেন শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন রংপুর জেল ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের পিতার সাথে রংপুর জেলা জামায়ত নেতৃবৃন্দ মতবিনিময় রৌমারীতে ২২ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জাপায় নতুন করে ভাঙ্গন : চুন্নুসহ বহিষ্কার হচ্ছেন জাপা’র ৭ নেতা মুন্সীগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে গুলি আজ বিকেলে এনবিআরের আন্দোলন কারীর সাথে অর্থ উপদেষ্টা বৈঠক গাইবান্ধায় শিশু ধর্ষণ: গণপিটুনিতে অভিযুক্ত নিহত জাতীয় নাগরিক পার্টি রংপুর মহানগর ২৩ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠিত জাতীয় নাগরিক পার্টি রংপুর জেলা ২৪ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠিত
৩৭ দফা দাবি নিয়ে রংপুর কারমাইকেল কলেজে তৃতীয় দিনের মত কমপ্লিট শাটডাউন

৩৭ দফা দাবি নিয়ে রংপুর কারমাইকেল কলেজে তৃতীয় দিনের মত কমপ্লিট শাটডাউন

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।। বাতায়ন ২৪ডটকম।।

রংপুর কারমাইকেল কলেজে ৩৭ দফা দাবি নিয়ে তৃতীয় দিনের মত কমপ্লিট শাটডাউন পালন করছেন শিক্ষার্থীরা। দাবি না মানলে বুধবার থেকে সড়ক পথ, রেলপথ বন্ধ করে দেয়ার হুমকি দেন।

মঙ্গলবার (২৪ জুন) দুপুর ২টা পর্যন্ত শিক্ষার্থীরা কলেজের প্রধান ফটক বন্ধ করে অবস্থান নিয়ে বিক্ষোভ করেন। তাদের দাবি বাস্তবায়নে শিক্ষা উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ক্যাম্পাসে না আসা পর্যন্ত অনির্দিষ্টকালের জন্য শাটডাউন কর্মসূচি অব্যাহত রাখার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

এদিকে গত দুই দিনের মতো তৃতীয় দিনেও কলেজ ক্যাম্পাস এলাকায় সেনাবাহিনীর সদস্যরা সতর্ক অবস্থানে ছিল। শান্তিপূর্ণ এই কর্মসূচিতে কলেজের বর্তমান শিক্ষার্থীদের সাথে সংহতি জানিয়ে প্রাক্তন শিক্ষার্থীদের পাশাপাশি বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।

 সোমবার সকাল ৯টা থেকে ‘কমপ্লিট শাটডাউন’ কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। এসময় তারা কলেজের প্রধান প্রবেশসহ সকল বিভাগ ও প্রশাসনিক ভবনে তালা ঝুলিয়ে দেন। আন্দোলনকারী শিক্ষার্থীরা কলেজ প্রশাসনকে ২৫ দফা এবং শিক্ষা উপদেষ্টা ও জাতীয় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর ১২ দফা দাবি জানিয়েছেন।

শিক্ষার্থীদের প্রধান দাবিগুলো হলো-  কলেজের সব খাতে আর্থিক বরাদ্দ বৃদ্ধি করা, নতুন একাডেমিক ভবন নির্মাণ, মানসম্মত অডিটরিয়াম নির্মাণে পূর্ণ বরাদ্দ নিশ্চিত করা, কলেজের দখলকৃত জমি উদ্ধার এবং কলেজ চত্বরে অবৈধ দোকান উচ্ছেদ করে রাস্তা প্রশস্ত করা ও সৌন্দর্যবর্ধনমূলক ফটক নির্মাণ, কলেজের জমি অন্য কোথাও না দেওয়ার লিখিত নিশ্চয়তা, হল সংখ্যা বৃদ্ধি এবং পুরোনো হলগুলোর সংস্কার, শিক্ষার্থীদের যাতায়াতের জন্য অন্তত ছয়টি বাস সরবরাহ, প্রতিটি শ্রেণিকক্ষ স্মার্ট ক্লাসরুমে রূপান্তর, কলেজে পর্যাপ্ত শিক্ষক নিয়োগ, বিজ্ঞান বিভাগের জন্য আধুনিক ল্যাবরেটরি ও উন্নত সরঞ্জাম প্রদান ইত্যাদি।

শিক্ষার্থীরা অভিযোগ করেন, বছরের পর বছর শ্রেণিকক্ষে প্রয়োজনীয় সুযোগ-সুবিধার অভাব, নতুন বিভাগ সংযোজনের প্রয়োজন, পর্যাপ্ত বাস সংকট, ছাত্রী বিশ্রামাগারের অনুপযুক্ত পরিবেশ, নিরাপত্তাহীনতা ও আইসিটি সুবিধার ঘাটতি নিয়ে তারা অবহেলিত থেকেছেন। বারবার প্রশাসনকে জানানো সত্ত্বেও কার্যকর কোনো উদ্যোগ দেখা যায়নি।

আন্দোলনকারী শিক্ষার্থী বকুল রায় বলেন, আমরা দীর্ঘদিন ধরে কলেজের নানাবিধ সমস্যা ও সংকটের কথা প্রশাসনকে জানিয়ে আসছি। কিন্তু কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। শুধু আশ্বাস দেওয়া হয় কিন্তু বাস্তবায়নে উদ্যোগ চোখে পড়েনি। এ কারণে বাধ্য হয়েই সকল শিক্ষার্থী মিলে আন্দোলনে নেমেছি।

কলেজের প্রাক্তন শিক্ষার্থী বোরহান বলেন, এই আন্দোলন কারো ব্যক্তিগত উদ্দেশ্য হাসিল কিংবা স্বার্থে হচ্ছে না। এটি কলেজের শিক্ষক, কর্মচারী, শিক্ষার্থী ও অভিভাবকদের দীর্ঘদিনের দাবিগুলো বাস্তবায়ন না হওয়ার প্রেক্ষিতে হচ্ছে। শতবর্ষী একটি শিক্ষাপ্রতিষ্ঠানকে এভাবে পিছিয়ে রেখে শিক্ষার মানোন্নয়ন সম্ভব নয়। দাবি পূরণ না হওয়া পর্যন্ত এই আন্দোলন চালিয়ে যাওয়া হবে।

আন্দোলনরত শিক্ষার্থী ইমরান, আসাদ, জয়লালা, বাঁধন, নন্দিতাসহ একাধিক শিক্ষার্থী অভিযোগ করে জানান, বৈষম্যবিরোধী আন্দোলনের মধ্য দিয়ে আমরা একটি নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন বুনছি। যেখানে আর কোনো বৈষম্য থাকবে। রংপুর আর আগের মতো অবহেলিত ও পিছিয়ে পড়ার দিকে থাকবে না। তাই ৫ আগস্টের পর থেকে আমরা কলেজের বিভিন্ন সমস্যা ও সংকট তুলে ধরে আন্দোলন শুরু করেছি। দশ মাস পেরিয়ে গেলেও এখন পর্যন্ত শুধু আশ্বাস ছাড়া কোনো বাস্তব সমাধান পাওয়া যায়নি। এবার আমরা আর ছাড় দেব না। উন্নয়নের জন্য আন্দোলন চলবেই। এখন শান্তিপূর্ণ আন্দোলন হচ্ছে। যদি দাবি আদায়ে কঠোর হতে হয় প্রয়োজনে তাই করা হবে।

শিক্ষার্থীদের এই আন্দোলনে সংহতি জানিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির, গণতান্ত্রিক ছাত্র সংসদ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনসহ কলেজের বিভিন্ন সাংস্কৃতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন।

এদিকে দুপুরে আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে সমস্যা সমাধানের আশ্বাস দেন কলেজ অধ্যক্ষ অধ্যাপক মোস্তাফিজুর রহমান। তিনি বলেন, শিক্ষার্থীদের দাবিগুলো নিয়ে আমরা জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর এবং শিক্ষা উপদেষ্টার সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছি। ইতোমধ্যে লিখিত আকারে সব সমস্যার কথা জানানো হয়েছে। আমরাও চাই দ্রুত দাবিগুলোর বাস্তবায়ন হোক এবং শিক্ষার্থীরা শ্রেণিকক্ষে ফিরে আসুক।

তিনি আরও বলেন, আমাদের পক্ষে যে দাবিগুলো বাস্তবায়ন করা সম্ভব, সেগুলো আমরা শিক্ষার্থীদের সাথে আলোচনা করে বাস্তবায়নে পদক্ষেপ নেব। আর যেসব দাবি আমাদের কর্তৃপক্ষের কাছে জানিয়েছে, সেগুলো স্থানীয় প্রশাসনের মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।

গত রোববার (২২ জুন) থেকে কলেজে কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থীরা। তারা দাবি আদায়ে প্রথম দিনে কলেজ রোড লালবাগ এলাকায় রেল ও সড়কপথ অবরোধ করে তিন ঘণ্টা বিক্ষোভ করেন। পরে প্রশাসনের আশ্বাসে সড়ক থেকে ক্যাম্পাসে ফিরে যান। কিন্তু গত দুই দিনে আশ্বাস পূরণে কোনো অগ্রগতি না হওয়ায় তারা তৃতীয় দিনেও কমপ্লিট শাটডাউন কর্মসূচি পালন করেন।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com