সংবাদ শিরোনাম :
আগামী নির্বাচনে সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে আনসার সদস্যরা: স্বরাষ্ট্র উপদেষ্টা জুলাই সনদ বাস্তবায়নের সুপারিশ প্রধান উপদেষ্টার কাছে হস্তান্তর ব্যাটিং ব্যর্থতায় হারল বাংলাদেশ হোল্ডারের বলে বোল্ড শামীম, ৪ উইকেট হারিয়ে ধুঁকছে বাংলাদেশ বাংলাদেশকে ১৬৬ রানের লক্ষ্য দিল ওয়েস্ট ইন্ডিজ রংপুরে কর্মসূচিতে অপরিষ্কার হওয়া রাস্তা পরিষ্কার করলো যুবদল (ভিডিও)  রংপুরে জাতীয় পার্টির বেশ কিছু নেতাকর্মী যোগ দিলেন বিএনপিতে! মাত্র ৫০ মিটার দূরে ছিল গতকালের মৃত্যুর বিভীষিকা জুলাইকে ব্যবহার করে এক শ্রেণি সম্পদের পাহাড় গড়েছে- শিবির সভাপতি (ভিডিও) নির্বাচনের প্রস্তুতির অগ্রগতি ৯০ থেকে ৯৫ শতাংশ- ইসি সচিব
পাটগ্রামের ধবল সুতি সীমান্তে দুই বাংলাদেশীকে বিএসএফ ৮ ঘণ্টা পর পতাকা বৈঠকে ফেরত

পাটগ্রামের ধবল সুতি সীমান্তে দুই বাংলাদেশীকে বিএসএফ ৮ ঘণ্টা পর পতাকা বৈঠকে ফেরত

ষ্টাফ করেসপনডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার গাটিয়ারভিটা সীমান্ত থেকে এসএসসি পরীক্ষার্থী মাহফুজ ইসলাম ইমন ও সাজেদুল নামের দুই বাংলাদেশী যুবককে ধরে নিয়ে ৮ ঘন্টা পর ফেরত দিয়েছে ভারতীয় সীমান্তে বাহিনী বিএসএফ
পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটক দুই বাংলাদেশি দীর্ঘ ৮ ঘণ্টা পর শনিবার রাত ২টার দিকে বুড়িমারী স্থলবন্দরের জিরো পয়েন্ট দিয়ে তাদের  ফেরত দেয়া হয়। গনমাধ্যম কর্মীদের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি।

বিজিবি সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক সীমান্তের ৮২৫ নম্বর মেইন পিলারের ১ নম্বর সাবপিলার-সংলগ্ন এলাকায়, কাঁটাতারের বেড়ার এপারে অবস্থিত একটি ভারতীয় চা বাগানে ছবি তুলতে গেলে রিমন ও সাজেদুলকে আটক করে ভারতের অভ্যন্তরে নিয়ে যায় বিএসএফ সদস্যরা। ঘটনাটির জানাজানি হলে বিজিবি  বিএসএফের সাথে যোগাযোগ শুরু করে। পরে উভয়পক্ষের মধ্যে পতাকা বৈঠকের মাধ্যমে মামা ভাগনেকে ফেরত দিতে রাজি হয় বিএসএফ।
ফেরত আসা রিমন ও সাজেদুল জানান,দেশে ফিরে আসার পর তাদেরকে তাদের পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ ব্যাপারে পাটগ্রাম থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আশরাফুজ্জামান সরকার জানান, বিজিবির পতাকা বৈঠকে সাড়া দিয়ে বিএসএফের হেফাজতে থাকা দুজন বাংলাদেশীকে রাত ২ টা সময় ফেরত দিয়েছে। পরে তাদেরকে পরিবারের নিকট হস্তান্তর করা হয়।

বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com