সংবাদ শিরোনাম :
শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করলেন এসিপি পার্টির নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের পিতা সরকারের কাছে দ্রুত বিচার দাবি করেন শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন রংপুর জেল ও উপজেলা জামায়াতের নেতৃবৃন্দ শহীদ আবু সাঈদের পিতার সাথে রংপুর জেলা জামায়ত নেতৃবৃন্দ মতবিনিময় রৌমারীতে ২২ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার জাপায় নতুন করে ভাঙ্গন : চুন্নুসহ বহিষ্কার হচ্ছেন জাপা’র ৭ নেতা মুন্সীগঞ্জে এইচএসসি পরীক্ষা কেন্দ্রের সামনে গুলি আজ বিকেলে এনবিআরের আন্দোলন কারীর সাথে অর্থ উপদেষ্টা বৈঠক গাইবান্ধায় শিশু ধর্ষণ: গণপিটুনিতে অভিযুক্ত নিহত জাতীয় নাগরিক পার্টি রংপুর মহানগর ২৩ সদস্য বিশিষ্ট সমন্বয় কমিটি গঠিত
দ্রুত তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু না করলে লাগাতার আন্দোলন:কাল রংপুরে পদযাত্রা

দ্রুত তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু না করলে লাগাতার আন্দোলন:কাল রংপুরে পদযাত্রা

ষ্টাফ করেসপনডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

পরিবেশবাদীদের অপ-প্রচার তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করতে বিলম্ব করলে লাগাতর আন্দোলনে যাওয়ার হুমকি দিয়েছে তিস্তা নদী রক্ষা আন্দোলন।

শনিবার (৩ এপ্রিল) দুপুরে রংপুর নর্থভিউ হোটেলে পদ দাবিতে  রোববার (৪ এপ্রিল) বিকেল ৩ টায় রংপুরে পদযাত্রা উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এই ঘোষণা দেন আন্দোলনের প্রধান সমন্বয়ক বিএনপির সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু। এসময় উপস্থিত ছিলেন তিস্তা নদী রক্ষা আন্দোলনের সমন্বয়ক ও রংপুর মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামান সামু, জেলা আহবায়ক সাইফুল ইসলাম, মহানগর সদস্য সচিব মাহফজু উন নবী ডন, জেলা সদস্য সচিব আনিছুর রহমান লাকু, জেলা সাবেক সভাপতি এমদাদুল হক ভরসা প্রমুখ।

এসময় দুলু বলেন, চীনে প্রধান উপদেস্টা তিস্তা নিয়ে আলোচনা করেছেন। কিন্তু দেশে এসে এ নিয়ে কোন উদ্যোগ আমরা দেখছি না। যা তিস্তা অববাহিকার মানুষের মনে সন্দেহ তৈরি করেছে। এরই মধ্যে তথাকথিত পরিবেশবাদিরা মিথ্যা তথ্য সন্ত্রাস তৈরি করেছে।  অপ-প্রচার চালাচ্ছে। অবিলম্বে তিস্তার কাজ শুরু করতে হবে।সেটি না করলে আমরা লাগাতর আন্দোলনে যাবো।

 পদযাত্রায় উপস্থিত থাকবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মীর্জা আব্বাস ও ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু। পদযাত্রাটি শাপলা চত্বর থেকে শুরু হয়ে  জিলা স্কুল মাঠে গিয়ে সমাবেশ করবে।

বাতাযন২৪ডটকম/শরিফুল ইসলাম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com