স্পেশাল করেসপনডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
জিয়া পরিবার যখন ভালো থাকে। তখন বাংলাদেশে মানুষও ভালো থাকে। বাংলাদেশের মানুষের ভাগ্যের সাথে জিয়া পরিবারের ভালো থাকা ওতোপ্রোতোভাবে জড়িত বলে মন্তব্য করেছেন সহ-আন্তর্জাতিক বিষয়ক বিএনপির সম্পাদক ব্যারিষ্টার রুমিন ফারহানা।
বুধবার ( ২৩ এপ্রিল) দুপুরে রংপুর শিল্পকলা একাডেমি মিলনায়তনে বিএনপির ৩১ দফা নিয়ে নেতাকর্মীদের প্রশিক্ষণ কর্মশালায় এই মন্তব্য করেন তিনি। ১১ টায় প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাহ উদ্দিন টুকু। কর্মশালায় আলোচনা করেন মিডিয়া সেলের আহবায়ত মওদুদ হোসেন আলমগীর, প্রফেসর মোর্শেদ খান, মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, র্যারিষ্টার রুমিন ফারহানা এ্যডভোকেট ফারজানা শারমিন পুতুল। মহানগর বিএনপির আহবায়ক সামসুজ্জামাস সামুর সভাপতিত্বে এবং কেন্দ্রীয় প্রশিক্ষণ কমিটির সদস্র আবদুস সাত্তার পাটোয়ারীর উপস্থাপনায় কর্মশালায় শুভেচ্ছা বক্তব্য রাখেন বিএনপি কেন্দ্রীয় নির্বাহী সদস্য ফজলুর রহমান খোকন।
কর্মশালায় রংপুর বিভাগীয় সাংগঠনিক সম্পাদক আসাদুল হাবিব দুলু , জেলা সভাপতি সাইফুল ইসলাম, মহানগর সদস্য সচিব মাহফজু উন নবী ডন ও জেলা সদস্য সচিব আনিছুর রহমান লাকুসহ মহানগর ও জেলাধীন বিএনপি এবং সহযোগি ও অঙ্গ সংগঠনের সকল কমিটির সভাপতি সাধারণ সম্পাদকসহ ১০ জন করে নেতাকর্মী উপস্থিত আছেন। বিকেলে কর্মশালায় ভার্চুয়ালী যুক্ত হবেন ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।
রুমিন ফারহানা বলেন, ‘ খালেদা জিয়া ২০১৬ সালে ভিশন ২০২০ দিয়েছিলেন। এরপর তিনি কারারুদ্ধ হওয়ার পর একটিং চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে ২৭ দফা ৩১ দফা, দফায় দফায় আমরা সংস্কার, পরিবর্তিত বাংলাদেশ , নতুন বাংলাদেশের যে কথাগুলো আজকে নানান দল বিভিন্নভাবে যে কথা বলছে সেগুলোর জনক সেগুলোর স্বপ্ন দ্রষ্টা বিএনপি এবং তারেক রহমান।
রুমিন ফারহানা বলেন, ‘ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কারাবরণকালে ন্যুনতম মানবাধিকার তিনি পান নি। জিয়া পরিবার যখন ভালো থাকে। তখন বাংলাদেশে মানুষও ভালো থাকে। বাংলাদেশের মানুষের ভাগ্যের সাথে জিয়া পরিবারেরভালো থাকা ওতোপ্রোতোভাবে জড়িত ‘
রুমিন ফারহানা বলেন, ‘অনেকে বলেন বিএনপি কেন নির্বাচন নির্বাচন করে। বিএনপি শুধু কি এখন নির্বাচন নির্বাচন করছে? নাকি বিএনপি একমাত্র দল, যারা গত ১৭ বছর ধরে একটি সঠিক স্বচ্ছ, নিরপক্ষে, গ্রহনযোগ্য নির্বাচনের কথা বলেছে। বিএনপি নেতাকর্মীরা কি অকাতরে জীবন দেয় নাই। তারা কি বছরের পর বছর মাসের পর মাস কারাগরে থাকে নাই। বিএনপি নেতাকর্মীরা চাকরি করতে পারে নাই। ব্যৃাবসা করতে পারে নাই। বাড়িতে থাকতে পারে নাই। এমন ঘটনা কি ঘটে নাই।
ব্যারিষ্টার রুমিন বলেন, ‘ বিএনপি গত ১৭ বছর ধরে একটা সুষ্ঠু নির্বাচনের জন্য লড়াই করেছে। সেকারণেই তারেক রহমান স্পস্টভাবে বলেছেন আমরা এখনও জবাবদিহীতামূলক সরকার প্রতিষ্ঠা করতে পারি না। এখনও বাংলাদেশ অনির্বাচিত অন্তর্বতিকালীন সরকারের হাতে আছে। সুতরাং যতদিন পর্যন্ত আমরা একটা গ্রহনযোগ্য নির্বাচন দেখতে না পারবো। ততদিন পর্যন্ত এই যুদ্ধ অব্যাহত থাকবে। আমরা সকলেই ঐক্যবদ্ধভাবে হাসিনাকে যেভাবে দেশ থেকে পালাতে বাধ্য করেছি ঠিক তেমনিভাবে মানুষের দাবি, গণ মানুষের দাবি, তাদের পছন্দের প্রতিনিধিকে নির্বাচিত করার অধিকারের যে দাবি সেই দাবিও আমরা প্রতিষ্ঠা করে ছাড়বো ইনশাআল্লাহ।’
ব্যারিষ্টার রুমিন বলেন, ‘ যদি ন্যুনতম সুষ্ঠু ভোট হয়, তাহলে বিএনপি টু থার্ড মেজোরোটি নিয়ে সংসদে যাবে। কিন্তু সেটার জন্য আমাদের অহংকারী হওয়া যাবে না। আমাদের লড়াইয়ের মধ্যে থাকতে হবে। আপনারাই আপনার এলাকার বিএনপি। ৩১ দফা নিজেরা আত্মস্থ করার মাধ্যমে তা জনগনের কাছে উপস্থাপন করে বিএনপির ভবিষ্যত পরিকল্পনা সম্পর্কে অবহতি করতে নেতাদেরন জন্য এই এই আয়োজন। আপনারা এখান থেকে গিয়ে সবার কাছে ৩১ দফারদাওয়াত পৌছে দিবেন।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।