সংবাদ শিরোনাম :
‎জাতির কাছে ক্ষমা চেয়ে জাতীয় পার্টির তিন নেতার পদত্যাগ ‎রাশিয়া ও ক্রোয়েশিয়া সফর শেষে দেশে ফিরেছেন সেনাপ্রধান রংপুরে শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা ‎ঘোষণাপত্র পাঠে শেষ ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি, বিপুল মানুষের উপস্থিতি ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি থেকে এলো যে ঘোষণাপত্র ও অঙ্গীকারনামা রংপুরে শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা বদরগঞ্জে হত্যাকারীদের গ্রেফতারের দাবিতে ২৪ ঘন্টার আলটিমেটাম: অন্যথায় থানা ঘেরাও রংপুর নগরীতে ভূমিদস্যুদের ভয়ে বসতবাড়ি ব্যবসা প্রতিষ্ঠান ছেড়ে পালিয়ে বেড়াচ্ছে  একটি পরিবার দলীয় নেতার পরিচয় গোপন করল বিএনপি পানির ওপর উজানের দেশ ভারতের একতরফা নিয়ন্ত্রণ বাংলাদেশকে বিপদে ফেলছে
রংপুরে শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা

রংপুরে শান্তিপূর্নভাবে অনুষ্ঠিত হলো রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা

রংপুর ব্যুরো।।বাতায়ন২৪ডটকম

 রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ তিনটি কেন্দ্রে সুস্ঠুভাবে অনুষ্ঠিত হয়েছে।

 শনিবার (১২ এপ্রিল ) রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণীর ‘বি’ ইউনিটের ভর্তি পরীক্ষা সকালে বেলা ১১টা থেকে বেলা ১২টা পর্যন্ত এই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরমধ্যে রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ২ হাজার ৯৩২ জন এবং রংপুর ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৯৭২ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। দুই কেন্দ্রে মোট উপস্থিত পরীক্ষার্থীর হার ৮৮ দশমিক ৩১%।

অন্যদিকে কৃষি গুচ্ছভুক্ত ২০২৪-২০২৫ শিক্ষাবর্ষের প্রথম বর্ষ ভর্তি পরীক্ষা রংপুর অঞ্চলের ৩টি কেন্দ্রে বিকেলে ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হয়। এরমধ্যে রোকেয়া বিশ্ববিদ্যালয় কেন্দ্রে ৩ হাজার ১৮২, দি মিলেনিয়াম স্টারস স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ১ হাজার ৪৩৮ এবং ক্যান্টনমেন্ট পাবলিক স্কুল এন্ড কলেজ কেন্দ্রে ৩ হাজার ৫৪৫ জন পরীক্ষার্থী অংশগ্রহণ করে। তিন কেন্দ্রে মোট উপস্থিত পরীক্ষার্থীর হার ৯৬.১৮%।

সকালে কেন্দ্র পরিদর্শন করেন  রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মোঃ শওকাত আলী।  এ সময় তার সাথে ছিলেন ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক প্রফেসর ড. মোঃ ইলিয়াছ প্রামানিক, প্রক্টর ড. মোঃ ফেরদৌস রহমান, পরীক্ষা নিয়ন্ত্রক (ভারপ্রাপ্ত) ড. মোঃ তানজিউল ইসলাম, সেন্ট্রাল লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন সেন্টারের গ্রন্থাগারিক ড. মোঃ মনিরুজ্জামানসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

পরে ভিসি জানান, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও কৃষি গুচ্ছ ভর্তি পরীক্ষা প্রথমবারের মতো বেরোবি কেন্দ্রে উৎসবমূখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। রংপুরসহ সমগ্র উত্তর অঞ্চলের পরীক্ষার্থীরা বেরোবিতে পরীক্ষা দিতে পারায় তাদের সময় ও অর্থ সাশ্রয় হয়েছে।

উপাচার্য জানান, পরীক্ষার্থীদের সঙ্গে আগত অভিভাবকবৃন্দের জন্য প্রশাসনের উদ্যোগে প্রধান ফটকের পাশে বসার ব্যবস্থা করা হয়েছে।

বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com