সংবাদ শিরোনাম :
রংপুর মেডিকেলে বিশ্ব হিমোফিলিয়া দিবস পালিত তিন দিন ব্যাপি ঢাকা ইন্টারন্যাশনাল ডায়াগনস্টিক মেডিকেল ইক্যুইপমেন্ট এক্সপো-২০২৫ অনুষ্ঠিত রংপুরে ৬ দফা দাবিতে পলিটেকনিক শিক্ষার্থীদের বিক্ষোভ ও সড়ক অবরোধ ফিলিস্তিনের গাজায় ইসরায়েলি আগ্রাসন ও গণহত্যার প্রতিবাদে রংপুরে ব্যবসায়ীদের আধাবেলা ধর্মঘট পালন বিসিবি থেকে ১৯ কোটি টাকা লুটঃ দুদকের অভিযান অভিনেত্রী গুলশান আরা আহমেদ আর নেই পারমাণবিক প্রচেষ্টা ত্যাগ না করলে ইরানে সামরিক হামলা : ট্রাম্প রংপুরে সরকারী পতিত জমিতে কবর স্থান ও ঈদগাহ মাঠ বরাদ্দ: মুসুল্লিদের দোয়া ‎শিক্ষক-ছাত্রী কণ্ঠসদৃশ অডিও ফাঁস বেরোবিতে কুপ্রস্তাবের শর্তে ছাত্রীর সিজিপিএ বৃদ্ধি। ‎
রংপুরে সরকারি কলেজে মৃত শিক্ষককে দেয়া হলো অধ্যক্ষ পদে পদায়ন 

রংপুরে সরকারি কলেজে মৃত শিক্ষককে দেয়া হলো অধ্যক্ষ পদে পদায়ন 

করেসপন্ডেন্ট রংপুর ,বাতায়ন২৪ডটকম 
রংপুরের পীরগাছা সরকারি কলেজে দেড় বছর আগে মৃত অধ্যাপক মোহা. আব্দুল মুত্তালিবকে
অধ্যক্ষ পদে নিয়োগের আদেশ দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এ ঘটনায় তোলপাড় চলছে।
মঙ্গলবার (৯ এপ্রিল)  শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ (মাউশি) সরকারি ১৩৫ কলেজের অধ্যক্ষ পদে বিসিএস সাধারণ শিক্ষা ক্যাডারভুক্ত কর্মকর্তাদের সংযুক্ত করে একটি আদেশ জারি করেন। সেখানেই মৃত অধ্যাপক মোহা. আব্দুল মুত্তালিবের নাম আসে।
অধ্যক্ষ পদে সংযুক্তির প্রজ্ঞাপনে সই করেন মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের কলেজ শাখার উপসচিব মো. মাহবুব আলম।
আব্দুল মুত্তালিব কারমাইকেল কলেজের ইতিহাস বিভাগের অধ্যাপক ছিলেন।  তিনি ২০২৩ সালের নভেম্বরে মারা যান।
পীরগাছা সরকারি কলেজের উপাধ্যক্ষ ফাহমিদ হাসান রনু  জানান,, ‘স্যার এক বছর আগে মারা গেছেন। কীভাবে এ পদায়ন হলো বলতে পারছি না।’
এ ব্যাপারে  মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে সদ্য পানিসম্পদ মন্ত্রণালয়ে বদলি হওয়া যুগ্ম সচিব মো. নুরুজ্জামান বলেন, ‘দেড়শর বেশি সরকারি করা কলেজের অধ্যক্ষ পদে পদায়নের বিষয়ে আমরা কাজ করেছিলাম। ঈদের আগেই তাদের পদায়নের কথা ছিল। অধ্যক্ষ না থাকায় ওই কলেজগুলোর শিক্ষকদের বেতন-ভাতা পরিশোধ নিয়ে জটিলতা সৃষ্টি হয়েছে। তাই অনেকটা তাড়াহুড়া করেই শিক্ষা ক্যাডারের ১৪ ব্যাচের অধ্যাপকদের পদায়ন করা হয়েছে। তবে তথ্য হালনাগাদ না থাকায় হয়তো এ ভুল হয়েছে। মৃত শিক্ষককে অধ্যক্ষ পদে পদায়নের বিষয়টি ‘বিব্রতকর’।
বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com