গাইবান্ধা করেসপন্ডেন্ট ||বাতায়ন২৪.কম –
গাইবান্ধার সাদুল্লাপুরে ছাত্রলীগের সাবেক নেতা ও ক্রিকেটার আব্দুল্ল্যাহ আল মামুন মণ্ডলকে কুপিয়ে হত্যা মামলায় বিএনপি নেতাদের আসামি করা হয়েছে। রাজনৈতিক প্রতিহিংসার কারণে বিএনপি নেতাদের নাম অন্তর্ভুক্ত করার প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপির নেতারা।
রবিবার (১৬ ফেব্রুয়ারি) সকাল ১১টার দিকে সাদুল্লাপুর উপজেলা বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যের প্রথমে উপজেলা বিএনপির সদস্য সচিব আবদুস ছালাম মিয়া ‘মামুন হত্যাকাণ্ডের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে ঘটনার সঙ্গে জড়িতদের তদন্ত পূর্বক বিচার দাবি করেন। পাশাপাশি এই মামলায় বিএনপি ও অঙ্গসংগঠনের কয়েকজন নেতাকর্মীকে আসামি করায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।’
তিনি আরও বলেন, নিহত ছাত্রলীগ নেতা মামুন হত্যার সঙ্গে বিএনপির কোনো নেতাকর্মীর সম্পৃক্ততা নেই। অথচ হত্যা মামলায় ধাপেরহাট ইউনিয়ন বিএনপির নবনির্বাচিত সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া, ধাপেরহাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সভাপতি শহিদুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রদলের সাবেক সিনিয়র যুগ্ন আহবায়ক জাহিদ হাসান সেলিম, ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী আমজাদ হোসেন ও ৩নং ওয়ার্ড শাখার সদস্য আনজু মিয়াকে আসামি হিসেবে অর্ন্তভুক্ত করা হয়েছে।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, শুধুমাত্র রাজনৈতিক প্রতিহিংসার কারণে নিরপরাধ বিএনপি নেতাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দায়ের করা হয়েছে। এটি একটি পরিকল্পিত ষড়যন্ত্র। দিনদুপুরে প্রকাশ্য হত্যার ঘটনাটি সবাই অবগত। ইতোমধ্যে বেশ কয়েকটি সিসিটিভির ফুটেজ গণমাধ্যমসহ সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। সেখানে ঘটনার সাথে অভিযুক্তদের দেখা গেছে। সুতরাং এই হত্যাকাণ্ডে কারা জড়িত তা গোপন করার অবকাশ নাই।
তাই প্রকৃত অপরাধীদের দ্রুত গ্রেফতার ও বিচার করা হোক। কিন্তু প্রতিহিংসার বশিভুত হয়ে মামলায় বিএনপির নেতাদের জড়ানো হয়েছে। এই ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত সাপেক্ষে দ্রুত নির্দোষ বিএনপির নেতাদের হত্যার দায় থেকে মুক্তি দেওয়ার দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে।
অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে সাদুল্লাপুর উপজেলা বিএনপির আহবায়ক শামছুল হাসান শামছুল ও ধাপেরহাট ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক রুহুল আমিনসহ উপজেলা বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
অপরদিকে, মামুন হত্যা মামলায় জামায়াত-শিবিরের নেতাকর্মীদের আসামি ও সম্পৃক্ত থাকার অভিযোগ অস্বীকার করেছে উপজেলা জামায়াত। এ ঘটনায় তীব্র ক্ষোভ ও নিন্দা জানিয়েছেন নেতাকর্মীরা। এ নিয়ে আগামিকাল সোমবার বিকেল ৪টার দিকে সাদুল্লাপুর উপজেলা শহরে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দিয়েছেন উপজেলা জামায়াত।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার (১৩ ফেব্রুয়ারি) বিকেল ৪টার দিকে ধাপেরহাট বন্দরে দুর্বৃত্তদের হামলায় নিহত হয় আব্দুল্ল্যাহ আল মামুন মাণ্ডল। মামুন ধাপেরহাট ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ন সাধারণ সম্পাদক ও বিপিএলের সিলেট দলের নেট ফাস্ট বোলার ছিলেন।
এই ঘটনার পরদিন শুক্রবার সকালে নিহত মামুনের বাবা আব্দুল মান্নান মণ্ডল বাদি হয়ে সাদুল্লাপুর থানায় ২৭ জনের নাম উল্লেখ ও অজ্ঞাত আরও ২০-২২ জনকে আসামি করে একটি হত্যা মামলা করেন। তবে এই ঘটনার ৪ দিন অতিবাহিত হলেও এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ।