স্পেশাল করেসপনডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে রংপুরের ৬টি সংসদীয় আসনে মধ্যে জামায়াতের প্রাথমিকভাবে ৫ টি আসনে প্রাথমিক ভাবে ঘোষনা করা হয়েছে।
প্রাথমিকভাবে ঘোষিত প্রার্থীরা হলেন, গংগাচড়া ও সিটি কর্পোরেশনের আংশিক নিয়ে রংপুর-১ আসনে প্রার্থী মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারী অধ্যাপক রায়হান সিরাজী। রংপুর সদর-৩ আসনে ঘোষিত প্রার্থী জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য অধ্যাপক মাহবুবার রহমান বেলাল। পীরগাছা-কাউনিয়া রংপুর-৪ আসনের প্রার্থী রংপুর মহানগর জামায়াতের আমীর এটিএম আজম খান। মিঠাপুকুর রংপুর-৫ আসনের প্রার্থী হয়েছে রংপুর জেলা জামায়াতের আমির গোলাম রব্বানী। রংপুর পীরগঞ্জ-৬ আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামির দলীয় সংসদ সদস্য প্রার্থী হিসেবে সহকারী অধ্যাপক মাওলানা মো. নুরুল আমিনের নাম ঘোষণা করা হয়েছে।
তবে রংপুরের ৬টি আসনের মধ্যে শুধু মাত্র তারাগঞ্জ-বদরগঞ্জ রংপুর-২ আসনে এখনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি। ওই আসনে অল্প সময়ের মধ্যে ঘোষণা করা হবে বলে জানিয়েছেন জামায়াতের পক্ষ থেকে।
তিনি জানান, ৩০০ আসনে প্রার্থী দেওয়ার প্রস্তুতি নেয়া হচ্ছে। ইতোমধ্যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সম্ভাব্য প্রার্থীর নাম ঘোষণা করা হচ্ছে। সারাদেশের মতো রংপুরের ৬টি আসনের মধ্যে ৫টি আসনে প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। এরমধ্যে তারাগঞ্জ-বদরগঞ্জ রংপুর-২ আসনে এখনও প্রার্থীর নাম ঘোষণা করা হয়নি।
এ বিষয়ে শনিবার (১৫ ফেব্রুয়ারি) প্রার্থীদের নাম ঘোষণার বিষয়টি রংপুর জেলা জামায়াতের আমীর গোলাম রব্বানী বাতায়ন২৪ডটকমকে এ তথ্য নিশ্চিত করেছেন।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম।