বাতায়ন২৪ডটকম স্পেশাল রিপোর্টার
ছাত্রলীগের ঝটিকা মিছিলে গ্রেফতার করেছে কক্সবাজার মডেল থানা পুলিশ। শুক্রবার এ ঘটনায় ৪৭ জনকে আসামি করে একটি মামলা হয়েছে। গত শুক্রবার থানার উপ-পরিদর্শক (এসআই) জাকির হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন।
মামলায় ইতিমধ্যে আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও শ্রমিক লীগের ৭ নেতাকর্মীকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন কক্সবাজার মডেল থানার ওসি ইলিয়াস খান।
মামলায় কক্সবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান, সাবেক মেয়র মাহবুবুর রহমান, জেলা যুবলীগ সভাপতি সোহেল আহমেদ বাহাদুর, ঝিলংজা চেয়ারম্যান টিপু সোলতান, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উজ্জ্বল কর, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি ইসতিয়াক, বর্তমান সভাপতি সাদ্দাম, সাধারণ সম্পাদক মারুফ, সহ-সভাপতি মইন, তানিম, আবদুল খালেক, মোনাফ, রাজিব, মুন্না চৌধুরী, সাজ্জাদ শুভ, জাকের, হাসান তারেক, হিমন, রুবাইছুর রহমান, সাবেক কাউন্সিল নোবেল, মাশেকুর রহমান বাবুসহ ৪৭ জনকে এজাহারনামীয় আসামি করা হয়।
ওসি জানান, ৩০শে জানুয়ারি রাতে নিষিদ্ধ ঘোষিত দল ছাত্রলীগের নেতাকর্মীরা হঠাৎ ইউনূস সরকারের পদত্যাগের দাবিতে মিছিল বের করে বিভিন্ন যানবাহনে হামলা করে সন্ত্রাসী কার্যক্রম পরিচালনা করে। সাবেক ছাত্রলীগ নেতা, বর্তমানে শ্রমিক লীগ নেতা মিজান প্রকাশ বার্মায়া মিজানের নেতৃত্ব একদল নিষিদ্ধ ঘোষিত দলের নেতাকর্মীরা এ হামলা চালিয়ে শহরে ত্রাস সৃষ্টি করে। এ ঘটনায় শুক্রবার কক্সবাজার সদর মডেল থানায় ৪৭ জনের নাম উল্লেখ করে একটি দ্রুত বিচার আইনে মামলা রুজু হয়েছে। ওসি বলেন, নাশকতা মামলার আসামীদের ধরতে প্রশাসন বদ্ধ পরিকর।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম