সংবাদ শিরোনাম :
রংপুরে অটো চালক মানিক হত্যা মামলায় আওয়ামীলীগ নেতা মিঠুন চৌধুরী গ্রেফতার গণ পরিষদ নির্বাচনের ব্যাপারে সরকারকে একটা সিদ্ধান্তে আসতে হবে: আখতার হোসেন রংপুরে দৈনিক করতোয়া’র ৫০ বছরে পদার্পণ উদযাপন রংপুরে জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস-২০২৫ পালিত রংপুর সিটি কর্পোরেশনে নগর পরিকল্পনা ও ব্যবস্থাপনা কমিটির কর্মপরিধি প্রস্তুতি সভা বিচারহীনতার সংস্কৃতি কারনে এ দেশে কেউই নিরাপদ নয় ফেব্রুয়ারির প্রথমার্ধে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন: সিইসি এ এম এম নাসির উদ্দীন রংপুর মহানগর পুলিশের সাবেক কমিশনার প্রভাব খাটিয়ে ভাগনি জামাইয়ের বিরুদ্ধে জমি দখলের অভিযোগ   রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতালে আধুনিক এইচডিইউ ইউনিটের উদ্বোধন পয়সা ওয়ালা হলেও পয়সা নিয়ে সীমান্ত পার করে দিবেন না: গয়েশ্বর চন্দ্র রায়

‎আবু সাঈদের বাবার শারীরিক অবস্থার উন্নতি

রংপুর প্রতিনিধি, বাতায়ন২৪ডটকম 

‎বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদের বাবা মকবুল হোসেনের (৬৫) শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হয়েছে। ঢাকা সম্মিলিত সামরিক হাসপাতালের (সিএমএইচ) চিকিৎসকদের কঠোর প্রচেষ্টা ও উন্নত চিকিৎসার মাধ্যমে তিনি ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন।

‎বুধবার (১৮ ডিসেম্বর) রাতে বাংলাদেশ সেনাবাহিনীর ভেরিফায়েড ফেসবুকে পেজে জানানো হয়েছে, গত ১৭ ডিসেম্বর শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় মকবুল হোসেনকে (৬৫) ঢাকা সিএমএইচের সিসিসি থেকে হাই ডিপেন্ডেন্সি ইউনিটে (এইচডিইউ) স্থানান্তরিত করা হয়।

‎এর আগে গত ৬ ডিসেম্বর সকালে শহীদ আবু সাঈদের বাবাকে জ্বর ও পেটের পীড়া নিয়ে পীরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। পরে ৭ ডিসেম্বর রংপুর সিএমএইচে নিয়ে যাওয়া হয়। এরপর ১০ ডিসেম্বর হৃদযন্ত্রের উন্নত চিকিৎসার জন্য সেনাবাহিনীর অ্যাম্বুলেন্সে তাকে রংপুর মেডিকেল কলেজের আইসিইউতে স্থানান্তর করা হয়। শারীরিক অবস্থার অবনতি হলে সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য তাকে গত ১০ ডিসেম্বর ঢাকায় নিয়ে আসা হয়।

পরবর্তীতে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করে তার শরীরে অ্যাকিউট ভাইরাল মেনিনজাইটিস ও নিউমোনিয়া সংক্রমণ পাওয়া যায়।

‎এছাড়াও, তিনি আগে থেকেই ফুসফুসের সমস্যা, ব্লাড প্রেসার ও কিডনি জটিলতায় ভুগছিলেন। নির্দিষ্ট ওষুধের মাধ্যমে চিকিৎসা শুরু হলে, ধীরে ধীরে তার শারীরিক অবস্থার উন্নতি হতে থাকে। চিকিৎসকরা আশাবাদী, তিনি শিগগির সম্পূর্ণ সুস্থ হয়ে বাড়ি ফিরবেন।

বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com