সংবাদ শিরোনাম :
আ,লীগের রাজনীতির আড়ালে প্রতারাণা দূনীতি করে সম্পদের পাহাড় গড়েছেন ডা. ইয়াকুব উল আজাদ রংপুর সিটি কর্পোরেশনের কর্মকর্তাদের অবরুদ্ধ করে বেতন বোনাস আদায় করলো কর্মচারীরা ‎রংপুরে প্রতিবন্ধি শিশুকে ধর্ষণের পর বোরকা পরে  পালানোর সময় আসামী জনতার হাতে আটক সুন্দরগঞ্জে কথিত প্রেসক্লাবের বৈঠক প্রতিহত করলো ছাত্রজনতা রংপুরে ছাত্রলীগ নেতার পক্ষে আদালতে দাঁড়ালেন বিএনপি-জামায়াতের ২৫ আইনজীবী রংপুরে ব্যবসায়ী অমিত বণিক ২ দিনের রিমান্ডে হায়রে আছিয়া! কনস্টেবলের রাইফেল কেড়ে নেয়া সেই উপ-পুলিশ কমিশনারকে প্রত্যাহার লাকির গ্রেফতারের দাবিতে রংপুরে মশাল মিছিল সুন্দরগঞ্জে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত
ঢাকায় বেরোবির গেস্ট হাউজের রুমের ভাড়া ১৫০ টাকা দেখে বিষ্মিত নব নিযুক্ত ভিসি

ঢাকায় বেরোবির গেস্ট হাউজের রুমের ভাড়া ১৫০ টাকা দেখে বিষ্মিত নব নিযুক্ত ভিসি

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

ঢাকায় বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের গেস্ট হাউজের ভাড়া মাত্র ১৫০ টাকাসহ বিভিন্ন অনিয়ম খতিয়ে দেখে ব্যবস্থা নেয়ার কথা জানিয়েছেন নব নিযুক্ত ভিসি ড. শওকত আলী।

শনিবার (২১ সেপ্টেম্বর) দুপুরে রাজধানীর শ্যামলীর খিলজি রোডে অবস্থিত গেস্ট হাউজ পরিদর্শন করে  এই তথ্য জানান তিনি। এসময় সেখানে গিয়ে তিনি একজন শিক্ষক এবং হিসাব শাখার কর্মকর্তাকে পান। যারা বিশ্ববিদ্যালয়কে না জানিয়ে সেখানে অবস্থান করছিলেন।এছাড়াও সেখানে ভিসির রুমে গিয়ে শিক্ষক ও কর্মকর্তারা থাকতেন বলেও অভিযোগ পান। মাত্র ১৫০ টাকা ভাড়ায় সেখানে থাকার সুবিধা নিলেও শিক্ষক-কর্মকর্তারা সেই টাকাও দিতেন না বলে উঠে আসে ভিসির পরিদর্শনে।

পরিদর্শন শেষে তিনি জানান, ঢাকার মতো জায়গায় মাত্র ১৫০ টাকা রুম ভাড়া। বিষয়টি খুবই উদ্বেগের। এছাড়াও গেস্ট হাউজটিতে নানা ধরণের অনিয়মের তথ্য পাওয়া গেছে। ভিসির রুমে শিক্ষক-কর্মকর্তারা রাত যাপন করেন কোন ধরণের অনুমতি ছাড়া। এছাড়াও বিশ্ববিদ্যালয়ের অনুমতি ছাড়াই এখানে শিক্ষক-কর্মকর্তারা রুম ব্যবহার করছেন। এধরণের অনেক অনিয়ম আমারা পেয়েছি। বিষয়গুলো খতিয়ে দেখে ব্যবস্থা নেয়া হবে।

পরে তিনি মার্কেটিং বিভাগের শিক্ষার্থী কিডনি রোগে আক্রান্ত রিশাদ কবিরের ভাড়া বাসায় গিয়ে তার খোঁজ খবর নেন এবং উন্নত চিকিৎসার বন্দোবস্ত করার আশ্বাস দেন। রিশাদ এবার এমবিএ পরীক্ষার ফলাফলে প্রথম হয়েছেন। বিবিএ তেও প্রথম তিনি। ঢাকায় একটি ভাড়া বাসায় থেকে কিডনি ডায়ালাইসিস করছেন। কিডনি প্রতিস্থাপনের জন্য তাদের ভারতে যাওয়ার কথা রয়েছে।

বাতায়ন২৪ডটকম।। সমামা

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com