স্টাফ করেসপন্ডেন্ট, ঢাকা।। বাতায়ন২৪ডটকম।।
জাতীয় নির্বাচনে সরকার ও প্রশাসনকে নিরপেক্ষ থাকতে হবে। পক্ষপাতিত্ব ও ভোট ডাকাতির চেষ্টা করলে কঠিন পরিণতি ভোগ করতে হবে বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
শুক্রবার (২১ নভেম্বর) খুলনার ডুমুরিয়া উপজালার শাহপুরে জামায়াতে ইসলামী আয়োজিত ছাত্র গণজমায়েতে এসব কথা বলেন তিনি।
এ সময় গোলাম পরওয়ার বলেন, জামায়াত জান্নাতের টিকিট বিক্রি করে বলে অপপ্রচার করা হচ্ছে। ভয়-ভীতি, টাকার খেলা আর অপপ্রচার করে দাঁড়িপাল্লার জোয়ার থামানো যাবে না। সবশেষ দুর্নীতিমুক্ত একটি প্রশাসন গঠন করে এবারের নির্বাচন সফল করতে হবে বলে জানান তিনি।
এ ছাত্র গণজমায়েতে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ডাকসু ভিপি সাদিক কায়েম ও জাকসু জিএস মাজহারুল ইসলাম। আগামী নির্বাচনে জামায়াতে ইসলামী সরকার গঠনের মাধ্যমে একটি একটি নতুন রাষ্ট্র গঠন করবে বলে জানিয়েছেন অন্যান্য বক্তারা।
বাতায়ন২৪ডটকম।। মেমোহি।।