স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
রংপুর জেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব জাকারিয়া ইসলাম জিমের বড় ভাই মুক্তিযোদ্ধা প্রজন্ম দলের সদস্য সচিব জহুরুল ইসলাম জুয়েল স্ট্রোক করে মারা গেছেন। গত মঙ্গলবার বিকেলে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বুধবার (২২ অক্টোবর) সকালে কেরামতিয়া জামে মসজিদে মরহুমের জানাজা শেষে মুন্সিপাড়া কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল প্রায় ৪৫ বছর। তিনি দীর্ঘদিন ধরে রংপুরে বিএনপির রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন এবং সংগঠনের বিভিন্ন পর্যায়ে দায়িত্ব পালন করেছেন।
হটাৎ তার মৃত্যুতে বিএনপি, যুবদল, স্বেচ্ছাসেবক দল, ছাত্রদল, কৃষকদল, মহিলা দল, মুক্তিযোদ্ধা সংসদ, মুক্তিযোদ্ধা প্রজন্ম দলসহ বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা গভীর শোক প্রকাশ করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।
বাতায়ন২৪ডটকম।।মেমোহি।।