সংবাদ শিরোনাম :
সাঘাটা মহিলা দলের সভানেত্রী মিষ্টিকে ঘিরে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগ, প্রতিকার চেয়ে থানায় জিডি শেখ হাসিনাকে কোন রাজনৈতিক দল নয়, সাধারণ ছাত্র-জনতা  মুখোমুখি দাড় করিয়ে পতন ঘটিয়েছে: সারজিস আলম বিমানবন্দরের অগ্নিকাণ্ড পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে, ৯টা থেকে ফ্লাইট শুরু রংপুর মহানগর যুবদলের প্রস্তুতি সভা শাপলা চত্বর ও ২০২১ আন্দোলনের শহীদ পরিবার পেল ৭ কোটি ৭০ লাখ টাকার সহায়তা শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দের সাথে বিএনপি নেতা সামুর সভা বিমানবন্দরের শৃঙ্খলা রক্ষায় কাজ করছে ৫ হাজার পুলিশ: ডিসি উত্তরা আগুন নেভাতে কাছ থেকে কাজ করছে রোবট শাহজালালের কার্গো ভিলেজের আগুন অনেকটা নিয়ন্ত্রণে শাহজালাল বিমানবন্দরের অগ্নি নির্বাপণে যোগ দিয়েছে সেনা, নৌ ও বিমান বাহিনীর সদস্যরা
সাঘাটা মহিলা দলের সভানেত্রী মিষ্টিকে ঘিরে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগ, প্রতিকার চেয়ে থানায় জিডি

সাঘাটা মহিলা দলের সভানেত্রী মিষ্টিকে ঘিরে ফেসবুকে মিথ্যা অপপ্রচারের অভিযোগ, প্রতিকার চেয়ে থানায় জিডি

 

গাইবান্ধা প্রতিনিধি :
রাজনৈতিক প্রতিহিংসার শিকার হয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত অপপ্রচারের অভিযোগ তুলেছেন গাইবান্ধার সাঘাটা উপজেলা মহিলা দলের সভানেত্রী ও জেলা সহ-সাংগঠনিক সম্পাদক মৌসুমী আক্তার মিষ্টি। ঘটনাটিকে তিনি ‘রাজনৈতিক প্রতিহিংসার সুস্পষ্ট বহিঃপ্রকাশ’ বলে আখ্যা দিয়েছেন।

এ ঘটনায় প্রতিকার চেয়ে শনিবার (১৮ অক্টোবর) রাতে সদর থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন তিনি। ১১২৩ নম্বরের জিডিটি তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে উপপরিদর্শক (এসআই) আনিছুর রহমানকে।

জিডিতে মিষ্টি উল্লেখ করেন, তিনি দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে সম্পৃক্ত এবং পাশাপাশি একজন নারী উদ্যোক্তা হিসেবে ‘জীবন ও দেশ উন্নয়ন সংস্থা’ নামে একটি প্রতিষ্ঠানের মাধ্যমে অসহায় ও গ্রামীণ নারীদের নিয়ে কাজ করছেন। কিন্তু একটি প্রভাবশালী মহল রাজনৈতিক প্রতিহিংসা ও ঈর্ষা থেকে তার বিরুদ্ধে মিথ্যা কাহিনি সাজিয়ে অপপ্রচার চালাচ্ছে।

তার অভিযোগ, ‘সম্প্রতি নামে–বেনামে একাধিক ফেসবুক আইডি থেকে হতদরিদ্র নারীদের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার সাজানো অভিযোগ প্রচার করা হচ্ছে। এমনকি আমার ব্যক্তিগত ছবি ও ভিডিও বিকৃতভাবে ছড়িয়ে দেওয়া হচ্ছে, যা আমার সম্মান, সুনাম ও মানসিক নিরাপত্তাকে মারাত্মকভাবে ক্ষুণ্ণ করেছে।’

মিষ্টি বলেন, ‘আমি সবসময় রাজনীতির মাঠে সক্রিয় থেকেছি এবং দলের দুর্দিনে নির্যাতন সহ্য করেছি। তবুও একটি গোষ্ঠী ঈর্ষাবশত আমাকে রাজনৈতিকভাবে কলঙ্কিত করতে মরিয়া হয়ে উঠেছে। এতে আমি ও আমার পরিবার নিরাপত্তাহীনতায় ভুগছি।

তিনি আরও বলেন, ‘সামাজিক মাধ্যমে আমার বিরুদ্ধে যে অভিযোগগুলো তোলা হচ্ছে—সবই মিথ্যা ও বানোয়াট। কেউ যদি দাবি করে আমি কারও কাছ থেকে টাকা নিয়েছি, প্রমাণসহ প্রকাশ্যে আসুক। আমি তার অর্থ ফেরত দিতে প্রস্তুত। কিন্তু গোপন অপপ্রচার মেনে নেব না—প্রয়োজনে আইনের আশ্রয় নেব। আপাতত জিডি করেছি, তবে পরবর্তীতে অপপ্রচারকারীদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।

এর আগের ঘটনা উল্লেখ করে মিষ্টি বলেন, ‘গত বছরের সেপ্টেম্বরেও তাকে নিয়ে নানা অপপ্রচার ও হুমকির ঘটনা ঘটে। সে সময় তিনি ঘটনাটি পুলিশ ও দলের জেলাসহ শীর্ষ নেতৃবৃন্দকে জানিয়েছিলেন। এছাড়া গত ৫ এপ্রিল সংবাদ সম্মেলনের মাধ্যমে প্রতিকার দাবি করলেও কোনো সাড়া মেলেনি। বরং সম্প্রতি নতুনভাবে নানা ধরণের অপপ্রচার শুরু হয়েছে।

এদিকে, মিষ্টিকে নিয়ে অপপ্রচারের ঘটনায় স্থানীয় রাজনৈতিক মহল, নারী উদ্যোক্তা ও সংগঠক মহলের মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়েছে। তারা দ্রুত তদন্তের মাধ্যমে দায়ীদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।

উল্লেখ্য, মৌসুমী আক্তার মিষ্টি গাইবান্ধার সাঘাটা উপজেলার জুমারবাড়ী ইউনিয়নের বাদিনারপাড়া গ্রামের বাসিন্দা। তিনি বর্তমানে জেলা জাতীয়তাবাদী মহিলা দলের সহ-সাংগঠনিক সম্পাদক এবং সাঘাটা উপজেলা মহিলা দলের সভানেত্রী হিসেবে দায়িত্ব পালন করছেন।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com