সংবাদ শিরোনাম :
খাদ্য বিভাগের পরীক্ষার প্রক্সি দিতে এসে ব্যাংক কর্মকর্তার ১ মাসের কারাদন্ড রংপুরে ফিরেদেখা’র যুগপূর্তি উপলক্ষে সাহিত্য উৎসব ও বইমেলা অনুষ্ঠিত  দল বদলের নাটক: ফুল হাতে আওয়ামী লীগে যোগ দেওয়া শাজাহান এখন বিএনপির সভাপতি প্রার্থী! রংপুরে শুরু হল আন্ত:কামারপাড়া মিনি ফুটবল টুর্নামেন্ট  ইসকন নিষিদ্ধ ও মুফতি মহিবুল্লাহকে গুমকারীদের গ্রেফতারের দাবিতে রংপুরে বিক্ষোভ মানবিক বাংলাদেশ গড়তে ধানের শীষে ভোট দিন: কাদের গনি চৌধুরী তারেক রহমান সই না করায়, ভবিষ্যতে জুলাই সনদ বাস্তবায়ন হওয়া নিয়ে সংশয় জাতীয পাটির কো-চেয়ারম্যান মোস্তফার ১৯ মাস পর ঘরের মাঠে টাইগারদের সিরিজ জয় ইভিএম বাতিল, ‘না ভোট’ ফিরল : প্রার্থীর দেশি-বিদেশি আয়ের তথ্য প্রকাশ বাধ্যতামূলক “ফিরেদেখা” এর যুগপূর্তি উপলক্ষে রংপুর সাহিত্য উৎসব ও বইমেলা শুক্রবার
সাবেক এমপি নূর মোহাম্মদ মন্ডলের বিরুদ্ধে ১০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

সাবেক এমপি নূর মোহাম্মদ মন্ডলের বিরুদ্ধে ১০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ

 

স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।।বাতায়ন২৪ডটকম।।

সাবেক এমপি নূর মোহাম্মদ মন্ডলের বিরুদ্ধে ১০০ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এলাকাবাসী ও বিএনপি নেতার।

সাবেক এমপি নুর মোহাম্মদ মন্ডল দুদকের জালে ৯ কোটি টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে মামলা হয়।

বাস্তবে তার সম্পদ অনেক গুন বেশি বলে দাবী করেন পীরগঞ্জ উপজেলা বিএনপির সাধারন সম্পাদক জাকির হোসেন।

তিনি বলেন, নুর মোহাম্মদ মন্ডলের ওসমানপুর মৌজায় বসতবাড়ির জমিসহ অবকাঠামো মূল ৫ কোটি টাকা। ওসমানপুর নাতি আনন্দর নামে ক্রয় করা জমি ও অবকাঠামোর মূল দেড় কোটি টাকা, পীরগঞ্জ বাসস্টান্ডে ক্লিনিক ও হাসপাতাল ও মার্কেট এর মূল্য ১০ কোটি টাকা, পীরগঞ্জ পৌরসভার মজিদপুর গ্রামে কোলেস্টোরেজ করার জন্য প্রায় ৩.৫০ একর যার আনুমানিক মূল্য ২ কোটি টাকা, পিকনিক স্পষ্ট আনন্দনগর ৬০ একর জমির উপর অবস্থিত এর অবকাঠামোসহ জমির মূল্য ২০/২৫ কোটি টাকা।

এলাকাবাসী বলেন এমপি নূর মোহাম্মদ মন্ডল এর গ্রামের বাড়ি খালাশপীরে ১০ একর আবাদী জমি আছে যার আনুমানিক মূল্য ২ কোটি টাকার উপর। এছাড়াও তার স্ত্রীর ছেলে-মেয়ে, নাতি-নাতনীর নামে রয়েছে ২০ থেকে ২৫ কোটি টাকার বিপুল সম্পদ। সব মিলে নুর মোহাম্মদ মন্ডলের প্রায় ১’শত কোটি টাকার জ্ঞাত আয় বর্হিভূত সম্পদ অর্জন করেন।

  1. বাতায়ন২৪ডটকম/ডটকম।

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com