স্টাফ করেসপন্ডেন্ট রংপুর।।বাতায়ন২৪ডটকম
রংপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর অফিসে ঈদুল আজহা উপলক্ষে শ্রমজীবী মানুষদের সাথে শুভেচ্ছা বিনিময় ও ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ জুন) সকালে জেলা ও মহানগর জামায়াতের ইসলামীর কার্যালয়ে শ্রমিক কল্যাণ ফেডারেশন রংপুর মহানগর শাখার আয়োজনে এই ঈদ পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে কার্যক্রম শুরু হয়। রংপুর মহানগর মহানগরে কর্মরত সকল পেশাজীবি শ্রমিকদের সাথে ঈদ পরবর্তী শুভেচ্ছা বিনিময় করেন সংগঠনের নেতৃবৃন্দ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন অধ্যাপক মাহবুবুর রহমান বেলাল। সভাপতিত্ব করেন রংপুর মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি এডভোকেট কাওছার আলী।
অনুষ্ঠানটি পরিচালনা করেন মহানগর সেক্রেটারি মোঃ শাহানত মিয়া। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন মহানগর শ্রমিক কল্যান ফেডারেশনের সহ-সভাপতি মোহাম্মদ মোত্তালেব হোসেন, কোতয়ালী থানার সভাপতি আবু সায়েম, আবদুল বাতেন, তাজহাট থানার সভাপতি আব্দুর রশিদ, পরশুরাম থানার সভাপতি আব্দুল খালেক, দোকান কর্মচারী থানার সভাপতি আলমগীর হোসেন, কোতয়ালী থানার সেক্রেটারি নেছার উদ্দিন নয়ন প্রমুখ।
বাতায়ন২৪ডটকম/রিয়াদ ইসলাম