ষ্টাফ কেরেসপনডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
পীরগঞ্জের কারমােইকেল কলেজের ছাত্র তন্ময় কুমার গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে।
মঙ্গলবার পীরগঞ্জের প্রজাপাড়া বাসায় এ আত্নহত্যার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
সে রংপুরের পীরগঞ্জ উপজেলার মিঠিপুর ইউনিয়নের হাসানপুর গ্রামের নেয়া পাড়ার (বর্তমানে পীরগঞ্জ পৌরসভার প্রজপাড়ায় বসবাস করেন) নির্মল কুমারের পুত্র।
এলাকাবাসী সূত্রে জানাযায়, তন্ময় কুমার (২৪) আজ মঙ্গলবার নিজ বাড়িতে অভিমান করে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।