স্পেশাল করেসপনডেন্ট,রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
আওয়ামীলীগকে বাদ দিলে এবং জাতীয় পার্টিকে দিলে, অর্ধেক লোক নিয়ে নির্বাচন হবে। সেই নির্বাচন কোন সময় অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন বলা যাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের ।
শনিবার (২২ মার্চ) সন্ধায় রংপুর জিলা পরিষদ কমিউনিটি সেন্টারে জেলা ও মহানগর জাতীয় পার্টি আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন তিনি
কো- চেয়ারম্যান মোস্তাফিজার রহমান মোস্তফার সভাপতিত্বে এসময় আরও বক্তব্য রাখেন অতিরিক্ত মহাসচিব ব্যারিষ্টার শামীম হায়দার পাটো্য়ারী, প্রেসিডিয়াম সদস্য এসএম ইয়াসির, কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান আজমল হোসেন লেবু, সাংগঠনিক সম্পাদক লোকমান হোসেন, হাসানুজ্জামান নাজিমসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ।
জিএম কাদের বলেন, আমাদের পরিস্কার কথা। প্রতিটি রাজনৈতিক দল। তাদেরকে সঠিকভাবে নির্বাচন করার সুযোগ দিতে হবে।
উত্তরপাড়া রাজনীতিতে হস্তক্ষেপ করছে এখন পর্যন্ত এ ধরণের কোন তথ্য আমাদের জানা নেই। এখন পর্যন্ত আমাদের বিপদ আপদ যারই হয়েছে নাগরিকদের। পুলিশ অকার্যকর হওয়ায় সেনাবাহিনী যেখানে গেছে সেখানেও আমরা কিছুটা হলেও নিরাপত্তা পেয়েছি। এখন পর্যন্ত মানুষের ভরসা হলো বিপদ হলে যদি কেউ না দেখে সেনাবাহিনী হয়তো দেখতে পারে। কাজেই তাদেরকে ডিস্টার্ব করা, তাদের সম্পর্কে মন্তব্য করা কথা বলে জনস্বার্থে অনুকূলে নয়।
প্রতিযোগি কমিয়ে দেয়ার রাজনীতি কখনই সফল হবে না। এটা তারা চেস্টা করতে পারেন। শেখ হাসিনা চেস্টা করেছে পারেন নাই। আমার মনে হয় না তারা (অন্তবর্তিকালীন সরকার) পারবেন। তবে তারা চেস্টা করে দেখতে পারেন।
জিএম কাদের বলেন, তোমরা জসম্মুখে থাকো। কারণ তোমাদের যেন মানুষ ভুলে যায়। এই ধরণের পরিস্থিতি সৃষ্টির জন্র তারা পায়তারা করছে। এসব পায়তারা আমরাও ওয়াকিফহাল আছি। এসব পাঁয়তারা মোকাবেলা আমরা জীবন দিয়ে হলেও করবো। যেখানেই আমাদের বাঁধা দেয়া হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে। জীবন দিয়ে হলেও সেটা আমরা করবো।
গ্রেফতার প্রসঙ্গ উল্লেখ করে জিএম কাদের বলেন, ‘ ঢাকা থেকে আমাকে একজন বলেছে, ঢাকা গেলেই আমাদের গ্রেফতার করা হবে। আপনি রংপুরে থাকেন। সেখানে আপনাকে গ্রেফতার করতে পারবে না। আমি এরেষ্ট হওয়ার জন্য ভয় করিনা। রংপুরের লোক গড্ডালিকা প্রবাহে গা ভাসায় না। তারা সব সময় অসত্যের বিরুদ্ধে প্রতিবাদি। সারাদেশ একদিকে, রংপুরের লোক একদিকে গিয়ে এরশাদ সাহেবকে রক্ষা করেছে। আমাদের ইতিহাস নুরুল দিনের ইতিহাস। সেই ইতিহাস উল্লেখ করে জিএম কাদের বলেন, জাগো বাহে কোনঠে সবাই। আবারও আন্দোলন শুরু হবে রংপুর থেকে।
বাতায়ন২৪ডটকম/শরিফুল