স্পেশাল করেসপনডেন্ট রংপুর।। বাতায়ন২৪ডটকম।।
এমবিএস ও বিডিএস ছাড়া নামের আগে কেউ ডাক্টার লিখতে পারবে না নিশ্চিত করা এবং ম্যাটস শিক্ষার্থীদের স্যাকমো পদবী রহিতসহ ৫ দফা দাবিতে কর্মবিরতি পালন করছে রংপুর মেডিকেল কলেজ ও হাসপাতালসহ বেসরকারি তিনটি হাসপাতালের শিক্ষার্থী ও ইন্টার্নি চিকিৎসকরা। দাবি না মানলে দেশের সকল মেডিকেল কলেজ ও হাসপাতাল শার্ট ডাউন করার হুমকি দিয়েছে তারা।
শনিবার ( ২২ ফেব্রুয়ারি) দুপুরে রংপুর মহানগরীর মেডিকেল মোড়ে সড়ক অবরোধ কর্মসূচি থেকে এই হুমকি দেয় তারা। এর আগে রংপুর মেডিকেল কলেজ থেকে একটি বিক্ষোভ মিছিল নিয়ে মেডিকেল মোড়ে আসেন তারা। মিছিল ও অবরোধে যোগ দেন বেসরকারি রংপুর কমিউনিটি মেডিকেল ও হাসপাতাল, প্রাইম মেডিকেল কলেজ ও হাসপাতাল এবং আর্মি মেডিকেল কলেজের শিক্ষর্থী ও ইন্টার্নি চিকিৎসকরা। সেখানে প্রায় আধাঘন্টা সড়ক অবরোধ করে রাখেন। একারণে রংপুরের সাথে দিনাজপুর, নীলফামারী ও ঠাঁকুরগাঁও জেলার সড়ক যোগাযোগ বন্ধ হয়ে যায় আধাঘন্টা। এসময় বক্তব্য রাখেন ইন্টার্নি ডাক্টারদের মধ্যে রংপুর মেডিকেলে কলেজের সমন্বয়ক মাহফুজুর রহমান ও ডা. আবু রায়হান, কমিউনিটি মেডিকেল কলেজ হাসাপাতালের সমন্বয়ক মোঃ রাশিদ সাবাব (নাসিফ) , আর্মি মেডিকেল কলেজ হাসপাতালের ডা. নাহিদ আল হাসান, শিক্ষার্থীদের মধ্যে রংপুর মেডিকেলের ৫ম বর্ষের শিক্ষার্থী
সাদিক শাহরিয়ার, প্রাইম হাসপাতালের ৫ম বর্ষের শিক্ষার্থী সিগবাতুল ইসলাম প্রমুখ।
এসময় বক্তারা বলেন, ‘ ম্যাটস শিক্সার্থীরা এইচএসি পড়ে না। ৪ বছরের একটা ডিপ্লোমা করে। কিন্তু তারা ডাক্টার হতে চায়। এটি ঠিক নয়। ওদের কারণে চিকিৎসা ব্যবস্থা ধংস হয়ে যাচ্ছে। ভুল চিকিৎসা হচ্ছে। এন্টিবায়েটিক কাজ করছে না। মেডেকেলে শিক্ষার্থীরা ৫ বছর পড়ে ইন্টার্নি করে চিকিৎসক হয়, আর তারা শাহবাগে আন্দোলন করে চিকিৎত হতে চায়। এটা অনৈতিক ও অযৗক্তিক।
রংপুর কমিউনিটি মেডিকেল কলেজের সমন্বয়ক ইন্টার্নি ডাক্তার মোঃ রাশিদ সাবাব (নাসিফ) বলেন, এই পরিস্থিতির উত্তরণে বিএমডিসির করা রিট ৭২ ঘন্টার মধ্যে প্রত্যাহার করতে হবে। দাবি না মানলে সারা বাংলাদেশ শাটডাউন করে দেয়া হবে।
এদিকে একই দাবিতে রংপুরসহ বিভাগের সকল সরকারি বেসরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালে কর্মবিরতি চলমান আছে। শিক্ষার্থীরা ক্লাশ পরীক্ষা বর্জন করেছেন। ইন্টার্নি চিকিৎসকরা সেবা দেয়া বন্ধ রেখেছেন। ফলে অচলাবস্থা বিরাজ করছে ক্যাম্পাসগুলোতে। ##
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম