সংবাদ শিরোনাম :
রংপুরে সরকারি কলেজে মৃত শিক্ষককে দেয়া হলো অধ্যক্ষ পদে পদায়ন  বদরগঞ্জে ১ বিএনপি কর্মী নিহতের ঘটনায় ৮ নেতার বিরুদ্ধে মানহানি মামলা করেছে বিএনপি। সরকারি জমিতে কবরস্থান ও ঈদগাহ মাঠ প্রতিষ্ঠার দাবীতে বিক্ষোভ মিছিল ও স্মারকলিপি প্রদান। গাজায় সাংবাদিকসহ গণহত্যা বন্ধের দাবিতে রংপুরে গণমাধ্যকর্মীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গাজায় এখনই সাংবাদিকসহ গণহত্যা বন্ধের দাবিতে রংপুরে গণমাধ্যকর্মীদের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ গাজায় ইসরায়েলি বর্বরতার প্রতিবাদে সুন্দরগঞ্জে বিক্ষোভ মিছিল ও সমাবেশ রাজনৈতিক লেজুড়বৃত্তিক ও প্রেসার গ্রুপের কারণে অতীতে পুলিশে যোগ্যতা সম্পন্ন মানুষ আসতে পারেনি: রংপুর রেঞ্জ ডিআইজি গাজায় গণহত্যার প্রতিবাদে রংপুরে ছাত্রদলের বিক্ষোভ মিছিল বদরগঞ্জে বিএনপির দুই গ্রুপের সংঘর্ষে নিহতের ঘটনায় থানায় মামলা, গ্রেপ্তার ২ ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যার প্রতিবাদে উত্তাল রংপুর
তিস্তা কর্তৃপক্ষ গঠন করে মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি

তিস্তা কর্তৃপক্ষ গঠন করে মহাপরিকল্পনার কাজ শুরুর দাবি

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

তিস্তা কর্তৃপক্ষ গঠন করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে নদীপাড়ের সর্বহারা মানুষের শোষনমুক্তির দাবিতে মানবন্ধন করেছে নদীপাড়ের সর্বস্তরের ছাত্র-জনতা।

বুধবার ( ২৩ অক্টোবর) দুপুরে রংপুর মহানগরীর কাচারী বাজারে মানববন্ধনে অংশ নেন তারা। এসময় তিস্তা অববাহিকার ২ কোটি মানুষের জীবন ও জীবিকা রক্ষায় অবিলম্বে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়ে বিভিন্ন প্লাকার্ড ও শ্লোগান দেয় অংশগ্রহনকারীরা।

মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন  তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক সাফিয়ার রহমান, জেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হক ভরসা, তিস্তা বাঁচাও আন্দোলনের সমন্বয়ক এ্যডভোকেট পলাশ কান্তি নাগ, মাহবুবুর রহমান সুমনসহ বিভিন্ন পেশাজীবি নেতৃবৃন্দ।

এসময় জেলা বিএনপির সাবেক সভাপতি এমদাদুল হগক ভরসা বলেন, উত্তরাঞ্চলের বৈষম্য দূর করতে হলে প্রথমেই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নিতে হবে। এর কোন বিকল্প নেই। এখন বিগত ফ্যাসিবাদি সরকার ভারতের জুজুর ভয়ে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন করেনি। এখন সময় এসেছে তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু করার। অবিলম্বে সেটি করা না হলে কঠোর আন্দোলনে যাবে নদীপাড়ের মানুষ।

এসময় তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্র্রাম পরিষদের সাধারণ সম্পাদক সাফিয়ার রহমান বলেন, তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের জন্য তিস্তা কর্তৃপক্ষ গঠন করুন।  যমুনা সেতুর আদলে সারচার্জ ধরুণ। সবাই আমরা টাকা দিবো।  তিস্তাপাড়ের মানুষসহ সারাদেশের মানুষটাকা দিবে। তবুও দ্রুত তিস্তা মহা পরিকল্পনার কাজ শুরু করুন। আর ভারতের দিকে তাকিয়ে লাভ নেই। ভারত এতোদিন নানাভাবে এই প্রকল্প বাস্তবায়ন করতে দেয় নি। তারা আমাদের  অন্যায়ভাবে আমাদের পানি প্রত্যাহার করে নিয়েছে। আর কোন ছাড় নয়। দ্রুত তিস্তা মহাপরিকল্পনার কাজ শুরু এবং পানি চুক্তি বাস্তবায়নের দাবি জানান তিনি।

বাতায়ন২৪ডটকম।।সমামা

 

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com