সংবাদ শিরোনাম :
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও জাতীয় নাগরিক কমিটির ব্যানারে রংপুরে বিক্ষোভ মিছিল, ভারতীয় পণ্য-মিডিয়া বর্জনের ডাক আলেমা খাতুন মেমোরিয়াল হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারের উদ্বোধন সাংবাদিকের মা-কে পেটানোর আসামীরা এখনো ধরা ছোঁয়ার বাহিরে। রংপুরে ভর্তিতে লটারি পদ্ধতি বাতিলের দাবিতে মানববন্ধন। রংপুরে বাসা থেকে আইনজীবীর মরদেহ উদ্ধার আন্দোলনের মুখে ওএসডি রমেক অধ্যক্ষ ডা. মাহফুজ, আন্দোলন প্রত্যাহার ‘আগে ডিসিই হতেই পারি নাই, এখন ডিসিদের চালাবো। সাহস করে দায়িত্ব নিয়েছি’ নির্দিষ্ট চাহিদা অনুযায়ী আলুবীজ পাচ্ছেন না রংপুর অঞ্চলের কৃষকরা বেরোবির পাঠ্যক্রমে যুক্ত হচ্ছে জুলাই গনঅভ্যুত্থানের ইতিহাস বেরোবিতে লেজুড়বৃত্তিক ছাত্র রাজনীতি বন্ধ উপাচার্য
তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চেয়ে ফেসবুক প্রোফাইল পরিবর্তন

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন চেয়ে ফেসবুক প্রোফাইল পরিবর্তন

করেসপন্ডেন্ট গাইবান্ধা।।বাতায়ন২৪ডটকম

উত্তর জনপদের বহুল আলোচিত ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন’র দাবি দীর্ঘদিনের। এবার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের প্রোফাইল পিকচার পরিবর্তন করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে সোচ্চার হয়েছেন উত্তরের মানুষ।

ফেসবুকে পিকচার পরিবর্তন করে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নে এমনভাবে দাবি তোলার বিষয়টি সোমবার (৭ অক্টোবর) সকালে নজরে আসে গাইবান্ধার এই প্রতিবেদকের। তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবিতে ক্যাপশনে বিভিন্ন মন্তব্য করে একের পর এক প্রোফাইল পিকচার পরিবর্তন করেন ব্যবহারকারীরা। পরিবর্তন করা আইডিগুলোর প্রত্যেকটিতে ছবি করে লেখা ‘তিস্তা মহাপরিকল্পনা চাই, তিস্তা বাঁচলে দেশ বাঁচবে!’

খোঁজ নিয়ে জানা গেছে, শনিবার (৫ অক্টোবর) সন্ধ্যার পর ফেসবুকের প্রোফাইল পরিবর্তন করে তিস্তা পরিকল্পনা বাস্তবায়নের দাবি করেন গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার তরুণ লেখক ও সংগঠক মো. হাবিবুল্লাহ্ সরকার। এর পরেই উত্তরের জেলা গাইবান্ধাসহ তিস্তাপাড়ের বিভিন্ন জেলার ফেসবুক ব্যবহারকারীরাও তাদের প্রোফাইল পিকচার পরিবর্তন করে দাবি সম্বলিত একই পিকচার সংযুক্ত করেন। হাবিবুল্লাহ সরকার সুন্দরগঞ্জের তিস্তাপাড়ের বাসিন্দা।

গাইবান্ধার সুন্দরগঞ্জের তিস্তাপাড়ের বাসিন্দা সাংবাদিক ও সংগঠক সুদীপ্ত শামীম বাতায়ন২৪ডটকম বলেন, শনিবার সন্ধ্যার দিকে হঠাৎ তিস্তাপাড়ের তরুণ লেখক ও সংগঠক মো. হাবিবুল্লাহ্ সরকার ‘তিস্তা মহাপরিকল্পনা চাই’লেখা ছবিতে তার প্রোফাইল পিকচার পরিবর্তন করেন। তার পরেই আমার অনেক পরিচিত জনকেই তাদের প্রোফাইল পিকচার পরিবর্তন করতে দেখেছি। আমিও এর সাথে একমত। ফেসবুক প্রোফাইলের পিকচার পরিবর্তন করে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানানো একটি ব্যতিক্রমী দাবি, একই সঙ্গে প্রতিবাদ।

তিনি বলেন, আন্তর্জাতিক নদী এই তিস্তার ২২টি উপনদী রয়েছে। কিন্তু সঠিকভাবে সমীক্ষা না করার কারণে উপনদীগুলো আজ মরে যাচ্ছে। অস্তিত্ব হারাচ্ছে। আমরা খরায় পুড়ছি, বানে ডুবছি। অবিলম্বে বিজ্ঞানসম্মতভাবে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানান তিনি।

তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি জানিয়ে ফেসবুকের প্রোফাইল পিকচার পরিবর্তন করেছেন মো. নুর আলম মিয়া (জেনএন নুর)। তিনি ক্যাপশনে প্রকাশ করেছেন আক্ষেপ। ব্যঙ্গ করে প্রতিবাদও জানিয়েছেন। অস্তিত্ব হারানোর কথা জানিয়ে দু, মুঠো খেয়ে পড়ে বেঁচে থাকার আকুতিও জানিয়েছেন তিনি।

তিনি লিখেছেন, পুতিন স্টাইলে বলবো নাকি, যে দেশের মানচিত্রে রংপুরের অস্তিত্ব নাই, সে দেশের মানচিত্রের কোন প্রয়োজন নাই! হা হা হা! না ভাই, আমরা সবসময়ই সরল মানুষ। শুধু আমাদের এই দরিদ্র অঞ্চলে একটু উন্নয়ন চাই। দুটো খেয়ে-পড়ে বেঁচে থাকতে চাই।

জানতে চাইলে তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নের দাবি করে প্রথম প্রোফাইল পিকচার পরিবর্তন করা তরুণ হাবিবুল্লাহ্ সরকার বলেন, আমরা ছোটকাল থেকে শুধু শুনেই আসছি তিস্তাকে ঘিরে এটা হবে, সেটা হবে। দীর্ঘকাল পেরিয়ে গেলেও উত্তর জনপদের তিস্তা অববাহিকার বাসিন্দাদের যৌক্তিক প্রাণের দাবি ‘তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়ন’ হচ্ছে না। এখন আধুনিক সময়। তাই ফেসবুকের প্রোফাইল পিকচার পরিবর্তন করার মাধ্যমে আমরা উত্তরের মানুষরা সহজেই সরকারের নজরে আনতে দ্রুত সময়ের মধ্যে আমাদের প্রাণের দাবি ‘তিস্তা মহাপরিকল্পনা’ বাস্তবায়ন চাই।

বাতায়ন২৪ডটকম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com