সংবাদ শিরোনাম :
সিদ্দিকের বিরুদ্ধে মারিয়া মিমের ছেলেকে নিয়ে অভিযোগ মিঠাপুকুরে মহিলা মাদক ব্যবসায়ী গাঁজা ও হিরোইন সহ গ্রেফতার ইসলামী বিশ্ববিদ্যালয়ে ছাত্ররা দেশ পরিচালনা করবে:ভিসি ইসলামী বিশ্ববিদ্যালয় আওয়ামীলীগ কে নিষিদ্ধের ঘোষণায় রংপুরে আনন্দ উৎসব ও মিষ্টি বিতরণ  সুন্দর সমাজ বিনির্মাণে সাহিত্য চর্চা বিশেষ প্রয়োজন: বেরোবি ভিসি ড. মোঃ শওকত আলী পীরগঞ্জ পৌরসভার আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গ্রেফতার ব্যাচেলর পয়েন্ট সিজন ৫-এ রোকেয়াকে দেখা যাবে? সংস্কারের কথা বলে অন্তর্বর্তী সরকার সময়ক্ষেপণ করছে: রিজভী সচিবালয়, যমুনা ও আশপাশে সভা-সমাবেশে ফের নিষেধাজ্ঞা, বাদ গেল শাহবাগ সন্ধ্যায় উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক
লালমিনরহাট তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজায় পুলিশের টহল দলের সামনে হাৃমলা, ১৪ লাখ টাকা লুট, আহত ৩

লালমিনরহাট তিস্তা সড়ক সেতুর টোলপ্লাজায় পুলিশের টহল দলের সামনে হাৃমলা, ১৪ লাখ টাকা লুট, আহত ৩

স্পেশাল করেসপনডেন্ট,রয়পুর।।
তিস্তা সড়ক সেতুর টোল প্লাজায় পুলিশের টহল দলের সামনে হেলমেটধারি সশস্ত্র ডাকাত দলের  হামলায় তিন কর্মচারী গুরুতর আহত হয়েছে। এ সময় ১৪ লাখ টাকা লুটের দাবি করেছেন ইজারাদার। ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ।
বুধবার (২৩ এপ্রিল)  রাত সাড়ে ৮টায়  তিস্তা সড়ক সেতুর লালমনিরহাট অংশে অবস্থিত
টোল প্লাজায় এই ঘটনা হয়।
তিস্তা সড়ক সেতুর টোল প্লাজার ঠিকাদার রানা কনাষ্ট্রাকশনের  পার্টনার রংপুর জেলা যুবদলের সভাপতি নাজমূল আলম নাজু জানান,  বুধবার রাত সাড়ে আটটার দিকে ২০-২৫টি মটরসাইকেল যোগে হেলমেট গাড়ি সশস্ত্র ডাকাতদল অতর্কিতভাবে হামলা চালায়। এ সময় পুরো টোল প্লাজা ভাঙচুর করে তারা। টোল প্লাজার ক্যাশ বাক্সে থাকা দুই দিনের অন্তত টাকা লুট করে নিয়ে যায়। তাদের হামলায় আমার কর্মচারী
সুরুজ মিয়া(৪০), মুসলিম মিয়া(৩৭) ও জুয়েল ইসলাম(২৮) আহত হয়। তাদেরকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
তিনি আরো জানান, ঘটনার সময় পুলিশের  এসআই রওশন আলীর নেতৃত্বে পুলিশের একটি টিম  টোল প্লাজার মাত্র ২০ ফুট দূরে টহলরত অবস্থায় ছিলেন। কিন্তু তারা অজ্ঞাতকারনে হামলা ঠেকানোর কোন উদ্যোগ নেয় নি। এ সময় কর্মচারীরা পুলিশের সহযোগিতা চাইলেও তারা সাড়া দেননি।  বরং ও পুলিশের ওইএসআই টোল প্লাজায় লেগে থাকা রক্তের দাগ পানি দিয়ে ধুয়ে দিয়েছেন। ঘটনাটি খুবই রহস্যজনক। তিনি সুস্থ তদন্তের মাধ্যমে ওই পুলিশ অফিসারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চরিতদের গ্রেপ্তারের দাবি জানান।
টোলপ্লাজার ম্যানেজার দাউদ আলী সরদার জানান, ঘটনার সময় পুলিশের নীরব ভূমিকার কারনে ডাকাতেরা নির্বিগ্নে ডাকাতি করে চলে যেতে পেরেছে। পুলিশ কেন নীরব ভূমিকা পালন করলো সেটির কারণ আমরা জানি না তবে মনে হয়েছে, টাকার দলের সাথে পুলিশের সখ্যতা রয়েছে।
টোলপ্লাজার ঠিকাদারী প্রতিষ্ঠানের আরেক পার্টনার নারায়নগঞ্জ জেলা যুবদলের সদস্য সচিব মশিবউর রহমানের সাথে যোগাযোগ করেও তাকে পাওয়া যায়নি।
এ ঘটনায় টোলপ্লাজার ঠিকাদারী প্রতিষ্ঠানের পক্ষে  লালমনিরহাট সদর থানায় একটি ডাকাতি মামলার এজাহার দায়ের করেছেন নাজমুল আলম নাজু।
এ ব্যাপারে টহলদলের এসআই রওশন আলী জানান, তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে আসতে আসতেই  হামলাকারীরা দ্রুত হামলা চালিয়ে লুটপাট করে চলে যায়।
লালমনিরহাট সদর থানার ওসি মোঃ নুরুন্নবী জানান, আমি পুলিশ ফোর্স সহ ঘটনা স্থলে আছি। বিষয়টি তদন্ত করছি। কর্তৃপক্ষ এ ব্যাপারে মামলা করবেন বলে আমাদেরকে জানিয়েছেন। পুলিশ পুলিশের নীরব ভূমিকার ব্যাপারে তিনি বলেন বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।
বাতায়ন২৪ডটকম/শরিফুল ইসলাম

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com