রংপুরে সরকারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস জালিয়াতি চক্রের নারীসহ পাঁচ সদস্য গ্রেপ্তার

রংপুরে সরকারি সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস জালিয়াতি চক্রের নারীসহ পাঁচ সদস্য গ্রেপ্তার

স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক নিয়োগ পরীক্ষায় ডিজিটাল ডিভাইস জালিয়াতি চক্রের নারীসহ পাঁচজনকে গ্রেফতার করেছে রংপুর মহানগর গোয়েন্দা পুলিশ। সময় বিপুল পরিমাণ ডিজিটাল ডিভাইস সামগ্রীয় উদ্ধার করে পুলিশ।

আজ শুক্রবার ( ৮ জানুয়ারী) সকাল থেকে পরীক্ষা শেষ হওয়া পর্যন্ত সময়ে নগরীর বিভিন্ন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

রংপুর মহানগর পুলিশের উপ-পুলিশ কমিশনার (গোয়েন্দা) সনাতন চক্রবর্তী জানান, গ্রেফতারকৃতরা হলেন, রংপুরের মিঠাপুকুরের ফকিরেরহাট এলাকার মৃত রফিক মন্ডলের পুত্র সারোয়ার ইসলাম (৩০) পীরগাছার দেওতি এলাকার মৃত চানমিয়ার পুত্র আল আমিন মোহাম্মদ আহাদ(৩৪), পীরগঞ্জের জাহাঙ্গীরাবাদের মৃত খাজামিয়ার পুত্র মেজবাহ হামিদুল্লাহ প্রধান(২৯) ও কাদিরাবাদের এনামুল হকের পুত্র রাশেদুল ইসলাম রকি (২৮) এবং পাবনার চাটমোহর উপজেলার সাইকোলা গ্রামের মৃত বারেক আলীর পুত্র জান্নাতুল ফেরদৌস বিথী (২৬)।

আরও পড়ুন>>>

মেট্রোপলিটন ডিবি পুলিশের অভিযানে রংপুরে প্রশ্ন ফাঁস চক্রের ২ সদস্য আটক

পুলিশের এই কর্মকর্তা আরো জানান, গ্রেফতারকৃতদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে ১৫টি ডিভাইস, ৫টি স্মার্ট ফোন, ২টি ফিচার ফোন, ১৩টি সিম কার্ড ,৭টি ব্লু-টুথ এয়ারপড, এয়ারপডের ব্যাটারি ১৯টি, এয়ারপড প্লেসমেন্ট করার ফরসেপ ১টি, ১০০ টাকার ফাঁকা নন জুডিশিয়াল স্ট্যাম্প ছয়টি, স্বাক্ষরিত ফাঁকা চেক দুটি এবং দুটি মোটরসাইকেল। তারা বিভিন্ন পরীক্ষার্থীদের সাথে মোটা অংকের টাকার বিনিময়ে এসব ডিজিটাল ডিভাইস ব্যবহার করে পরীক্ষার প্রশ্নের সমাধান করে দিতেও বাহির থেকে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা ডিজিটাল ডিভাইড জালিয়াতির মাধ্যমে প্রশ্নপত্রের সমাধানের নামে মোটা অংকের টাকা হাতিয়ে নেওয়ার কথা স্বীকার করেছে। তাদের কাছ থেকে এই সিন্ডিকেটের গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে। এই অভিযান অব্যাহত থাকবে।

বৃহস্পতিবার (৭ জানুয়ারী) দুপুরে নগরীর ক্যাপ্টেন বাকোলজি মোড় থেকে ডিজিটাল ডিভাইস সিন্ডিকেট চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছিল মহানগর গোয়েন্দা পুলিশ।

বাতায়ন২৪ডটকম।। সরকার মাজহারুল মান্নান।। মেমোহি।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com