সংবাদ শিরোনাম :
দেশ গভীর খাদের কিনারে, ঐক্যমত কমিশন সব কিছু করেছে, শুধু ঐক্যমত করেনি: ব্যারিষ্টার  শামীম পৃথক গণভোট আয়োজনে অতিরিক্ত এক হাজার কোটি টাকা ব্যয় হবে: ফখরুল সাম্প্রদায়িক সম্প্রীতির স্বর্গভূমি বাংলাদেশ : ধর্ম উপদেষ্টা সাংবাদিকদের ২১ দফা না মানলে প্রয়োজনে লংমার্চ টু যমুনা ‘আমদের সময় পিচ শুকনো ছিল, তারা ব্যাটিংয়ে এসেছে পুরোপুরি ওদের পক্ষে চলে গেছে পিচ রংপুরসহ পাঁচ বিভাগে ভারী বৃষ্টির আভাস জাটকা শিকারে নিষেধাজ্ঞা কার্যকর আজ থেকে ভেনিজুয়েলায় মার্কিন হামলার পরিকল্পনা নেই: ট্রাম্প মিঠাপুকুরে চার্জার অটোভ্যান উল্টে এক বৃদ্ধার মৃত্যু ড্যাবের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক হলেন ডাঃ মোঃ শরীফুল ইসলাম ননতু
রংপুরে চলছে এনসিপির আহবায়ক কমিটি গঠনের ভাইভা কার্যক্রম

রংপুরে চলছে এনসিপির আহবায়ক কমিটি গঠনের ভাইভা কার্যক্রম

স্টাফ করেসপনডেন্ট, রংপুর।। বাতায়ন২৪ডটকম।।

রংপুর বিভাগের মহানগর, জেলা, উপজেলা ও পৌরসভাগুলোতে জাতীয় নাগরিক পার্টির আহবায়ক কমিটি গঠনের লক্ষে ভাইভা কার্যক্রম চলছে পর্যটন মোটেলে।

বুধবার ( ২৯ অক্টোবর) সকাল ১১ টা থেকে মোটেলের দোতালার রুমে প্রার্থীদের ভাইভা নিচ্ছেন দলটির আহবায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, যুগ্ম সদস্য সচিব হান্নান মাসউদ, উত্তরাঞ্চলীয় মুখপাত্র সারজিস আলম, বিভাগীয় সমন্বয়কারী ডা. আতিক মুজাহিদ,  যুগ্ম মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) আবু সাঈদ লিওন, সাদিয়া ফারজানা দিনা, আসাদুল্লাহ আল গালিব, কেন্দ্রীয় সদস্য আব্দুল মোনায়েম।

ভাইভা বোর্ড  সূত্র জানিয়েছে, প্রতিটি শাখা সংগঠনের আহবায়ক, সদস্য সচিব এবং মুখপাত্র পদে প্রাথমিকভাবে ভাইভা অনুষ্ঠিত হচ্ছে। প্রার্থীরা তাদের যে সিভি দিয়েছেন তার আলোকে ভাইভা নেয়া হচ্ছে। এছাড়াও এরই মধ্যে তাদের সাংগঠনিক কার্যক্রমের তৎপরতাও ভাইভায় আলোচিত হচ্ছে। দুপুরের খাবারের বিরতি দিয়ে আবারও একটানা চলভে ভাইভা কার্যক্রম।

এ প্রসঙ্গে ভাইভা বোর্ডে উপস্থিত এনসিপির রংপুর বিভাগীয় সমন্বয়কারী  ডা. আতিক মুজাহিদ জানান, এতিদিন সমন্বয় কমিটি ছিল। এখন আহবায়ক কমিটি করা হচ্ছে দেশব্যাপি। তারই অংশ হিসেবে রংপুর বিভাগের মহানগর, জেলা, উপজেলা ও পৌরসভাগুলোর আহবাযক কমিটি গঠনের জন্য ভাইভা নেয়া হচ্ছে।  আমরা শিক্ষিত, জুলাই বিপ্লবকে যারা ধারণ করেন, নেতৃত্বের গুন আছে। এলাকায় গ্রহনযোগ্যতা আছে। এধরণের ব্যক্তিকেই পার্টির গঠনতন্ত্রের আলোকে আমরা নেতৃত্বে আনতে চাই। সেজন্য কার্যক্রম চলছে।

বিকেল সাড়ে ৪ টায় মিডিয়া ব্রিফিংয়ের কথা রয়েছে কেন্দ্রীয় নেতৃবৃন্দের।

বাতায়ন২৪ডটকম।। মেজবাহুল হিমেল।।

দয়া করে নিউজটি শেয়ার করুন..




© All rights reserved © batayon24
Design & Developed BY ThemesBazar.Com